জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপিয়ান ইউনিয়ন

জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপিয়ান ইউনিয়ন
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিল ইউরোপিয় ইউনিয়ন। নির্বাচন পর্যবেক্ষণের জন্য পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপিয় ইউনিয়ন। ইইউর প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ইইউর সিদ্ধান্ত চিঠির মাধ্যমে বাংলাদেশের নির্বাচম কমিশন ও সরকারকে জানিয়ে দিয়েছেন। ইইউর তরফে জানানো হয়েছে, নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউ যে বরাদ্দ করেছে তা স্বল্প বাজেটের হওয়ায় বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানো যাবে না।
সেই সঙ্গে আরও জানানো হয়েছে নির্বাচনের সময় প্রয়োজনীয় শর্তপূরণ করা হবে কি না তা এখনই বলা সম্ভব নয়। তবে পর্যবেক্ষক দল না পাঠালেও ইইউ নির্বাচনের সঙ্গে যুক্ত অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখছে। সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠ, শান্তিপূর্ণ এবং অবাধ হয় তা নিশ্চিত করা হবে। সেই সঙ্গে দেখা হবে দেশের জনগণ তাদের অধিকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে প্রদান করতে পারেন। প্রসঙ্গত, জাতীয় নির্বাচনের সময় পরিবেশ সহ প্রাক নির্বাচনে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য ইইউর প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলটি গত জুলাই মাসে বাংলাদেশ সফরে আসেন।
সেই সময় প্রতিনিধি দলটি দেশের নির্বাচন কমিশন সহ প্রশাসনিক স্তরের একাধিক আধিকারিকের সঙ্গে কথা বলেন। প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা ঢাকা সফরকালে জানিয়েছিলেন, তাঁরা যে রির্পোট দেবেন তার উপর ভিত্তি করেই বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সেপ্টেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সেই মতো চিঠির মাধ্যমে পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত জানাল ইউরোপীয় ইউনিয়ন।


