উদ্ধার হলো শিশুর পচাগলা দেহ, হইচই নকশালবাড়িতে

27 Sep 2023, 01:15 PM
উদ্ধার হলো শিশুর পচাগলা দেহ, হইচই নকশালবাড়িতে
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ নদী থেকে শিশুর পচাগলা দেহ উদ্ধার ঘিরে শোরগোল শিলিগুড়ি (Siliguri)মহকুমার নকশালবাড়িতে (Nakshalbari)। এদিন খেমচি নদীতে শিশুর দেহটি পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, দেহটি উদ্ধার করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাটি ।
প্রসঙ্গত, এক বছরে এই নিয়ে তিনটি শিশুর দেহ উদ্ধার হল। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়।


