এসেকা সংগঠনের অবিভক্ত মেদিনীপুর জেলার সহ-সভাপতির মৃত্যু আদিবাসী সমাজে শোকের ছায়া

এসেকা সংগঠনের অবিভক্ত মেদিনীপুর জেলার সহ-সভাপতির মৃত্যু আদিবাসী সমাজে শোকের ছায়া
20 Sep 2023, 07:45 PM

এসেকা সংগঠনের অবিভক্ত মেদিনীপুর জেলার সহ-সভাপতির মৃত্যু আদিবাসী সমাজে শোকের ছায়া

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম: বুধবার সকালে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এসেকা সংগঠনের অবিভক্ত মেদিনীপুর জেলার সহ সভাপতি শ্রীনাথ টুডু। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬২ বছর, তার বাড়ি ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের বেলপাহাড়ি থানার জামশোড় গ্রামে।তিনি বিভিন্ন বিদ্যালয়ে সাঁওতালি ভাষায় অল চিকি হরফের শিক্ষকতা করতেন। অল চিকি হরফের সর্টহ্যান্ড এ তিনি দক্ষ ছিলেন। তিনি অবিভক্ত মেদিনীপুর জেলার এসেকা সংগঠনের সহ-সভাপতি ছাড়াও অল চিকি হরফের শর্ট  হ্যান্ড এর সঞ্চালক ছিলেন। এছাড়াও আদিবাসী সমাজের শিক্ষা বিস্তারের জন্য অনেক কাজ করেছেন। মঙ্গলবার রাত্রে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে তার পরিবারের লোকেরা ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। বুধবার সকালে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয়, বেলপাহাড়ি থানা এলাকায় তার গ্রামে, সেখানেই বুধবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে আদিবাসী সমাজে শোকের ছায়া নেমে আসে। ঝাড়গ্রাম শহরের বামদার মাঝি বাবা যজ্ঞেশ্বর হেমব্রম বলেন শ্রীনাথ টুডু আদিবাসী সমাজের শিক্ষার উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। তিনি অল চিকি হরফের শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে আদিবাসী সমাজের অপুরনীয় ক্ষতি হলো। তিনি তার মরদেহে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান এবং তার পরিবার বর্গকে সমবেদনা জানান।

Mailing List