এক দলছুট হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড চাবাগানের ডিবিআইটিএ ক্যাম্পাস

এক দলছুট হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড চাবাগানের ডিবিআইটিএ ক্যাম্পাস
25 Sep 2023, 01:30 PM

এক দলছুট হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড চাবাগানের ডিবিআইটিএ ক্যাম্পাস

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ এক দলছুট বুনোহাতির হানায় তটস্থ চা বাগান মালিক পক্ষের সংগঠন ডিবিআইটিএ ক্যাম্পাস। রাত ১২টা নাগাদ একটি বুনোহাতি মোরাঘাট জঙ্গল থেকে বেরিয়ে খাবারের খোঁজে গেট ভেঙে ডিবিআইটিএ ক্যাম্পাসে ঢুকে পড়ে। হাতির হামলায় আবাসনে থাকা বাসিন্দারা চিৎকার চেঁচামেচি শুরু করলে হাতিটি দিগবিদিক শূন্য হয়ে ছোটাছুটি করতে থাকে। আবাসনের কোন ক্ষয়ক্ষতি না করলেও ভিতরে থাকা গাছগাছালি নষ্ট করে। ভেঙে ফেলে সীমানাপ্রাচীর। প্রায় আধঘন্টা ডিবিআইটিএ ক্যাম্পাসে (campus) ছোটাছুটি করে বাসিন্দাদের তাড়া খেয়ে হাতিটি (Elepant)বাইরে বেরিয়ে চা বাগান দিয়ে জঙ্গলের পথ ধরে।
আবাসনের বাসিন্দাদের চিৎকার চেঁচামেচিতে হাতিটি চলে যায়। তবে গেট ও সীমানা প্রাচীরের তিন জায়গা ভেঙ্গে ফেলে। বিন্নাগুড়ি বন্যপ্রাণ দপ্তর সুত্রে জানানো হয়েছে, হাতিটি দলছুট হয়ে ডিবিআইটিএ ক্যাম্পাসে ঢুকে পড়ে।

Mailing List