ভিড় উপচে পড়ছে ডুয়ার্স উৎসবে, টিকিট কেটে দেখতে ঢুকলেন বিজেপি বিধায়করা

ভিড় উপচে পড়ছে ডুয়ার্স উৎসবে, টিকিট কেটে দেখতে ঢুকলেন বিজেপি বিধায়করা
15 Jan 2023, 02:40 PM

ভিড় উপচে পড়ছে ডুয়ার্স উৎসবে, টিকিট কেটে দেখতে ঢুকলেন বিজেপি বিধায়করা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: টিকিট কেটে ডুয়ার্স উৎসবে যোগ দিলেন আলিপুরদুয়ার, কালচিনি, মাদারিহাট এবং কুমারগ্রামের ৪ বিজেপি বিধায়ক। ডুয়ার্স উৎসব শুরু হয় ২০০৫ সালে। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ৭ই জানুয়ারি থেকে ডুয়ার্স উৎসব শুরু হয়েছে। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। এবার এই ডুয়ার্স উৎসবে বিজেপির সাংসদ, বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়নি বলেই পদ্মশিবিরের অভিযোগ। তাই তাঁরা প্রতিবাদ জানিয়ে টিকিট কেটে ডুয়ার্স উৎসবে গিয়েছেন।

মাদারিহাট এর বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, ডুয়ার্সে বসবাসকারী সকল মানুষকে কেন্দ্র করেই এই উৎসব শুরু হয়। এটা কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম বা রাজনৈতিক দলের মানুষের উৎসব নয়। এখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুষ্ঠান হয়ে গিয়েছে। এটা আমরা মানতে পারব না। পাশাপাশি ডুয়ার্স উৎসবকে ঘিরে একাধিক অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। তিনি অভিযোগ করে বলেন, তৃণমূলের নেতারা জেলাশাসককে সঙ্গে নিয়ে স্থানীয় হোটেল ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলছে। ডুয়ার্স উৎসব কমিটির বহু সদস্যের সংসার চলছে ওই টাকা দিয়ে। কোনো সরকারি অনুষ্ঠানে আমরা ডাক পাইনি। তৃণমূল সব অনুষ্ঠানকে নিজের দলের অনুষ্ঠান বলে মনে করে। ডুয়ার্স উৎসবকে তাদের পৈতৃক সম্পত্তি করার অনুমতি কেউ দেয়নি। যদিও বিজেপির অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন, ডুয়ার্স উৎসবে আলিপুরদুয়ারের বহু বিশিষ্ট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। কোন রাজনীতিকদের আমন্ত্রণ জানানো হলো কিনা তাতে কিছু আসে যায় না। তবে ডুয়ার্স উৎসবকে কেন্দ্র করে যথেষ্ট জনসমাগম হচ্ছে।

Mailing List