বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত ঝুমুর লেখক ও সাহিত্যিক ললিত মোহন মাহাতোকে সংবর্ধনা জানালেন কাউন্সিলর

বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত ঝুমুর লেখক ও সাহিত্যিক ললিত মোহন মাহাতোকে সংবর্ধনা জানালেন কাউন্সিলর
27 Sep 2023, 10:30 AM

বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত ঝুমুর লেখক ও সাহিত্যিক ললিত মোহন মাহাতোকে সংবর্ধনা জানালেন কাউন্সিলর

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ২০৪ তম জন্ম দিন উপলক্ষে মঙ্গলবার মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কতৃক "বিদ্যাসাগর পুরস্কার" এ সম্মানিত বিশিষ্ট ঝুমুর লেখক ও সাহিত্যিক ললিত মোহন মাহাত কে ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া এলাকায় উনার বাসভবনে গিয়ে পুস্পস্তবক ও হলুদ উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের ঝাড়্গ্রাম জেলা কমিটির সহ-সভাপতি গৌতম মাহাত। বিশিষ্ঠ ঝুমুর লেখক ও সাহিত্যিক ললিত মোহন মাহাত বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত হওয়ায় খুশি জঙ্গলমহলের সর্বস্তরের মানুষ। তাই ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া এলাকায় বিশিষ্ট ঝুমুর লেখক ও সাহিত্যিক ললিত মোহন মাহাতোকে তার বাসভবনে গিয়ে সংবর্ধনা জানানোর পর ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের ঝাড়গ্রাম জেলা কমিটির সহ-সভাপতি গৌতম মাহাতো বলেন বিশিষ্ট ঝুমুর লেখক ও সাহিত্যিক ললিত মোহন মাহাত কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কতৃক এই সম্মান প্রদান জঙ্গলমহল এলাকার সাহিত্য চর্চার গুনি মানুষজনদের জন্য এটি একটি অনন্য পদক্ষেপ হয়ে থাকবে।

Mailing List