স্বেচ্ছায় সহবাস করে পরে ধর্ষণের অভিযোগ গ্রাহ্য নয়, ঘোষণা সুপ্রিম কোর্টের

স্বেচ্ছায় সহবাস করে পরে ধর্ষণের অভিযোগ গ্রাহ্য নয়, ঘোষণা সুপ্রিম কোর্টের
19 Aug 2022, 03:45 PM

স্বেচ্ছায় সহবাস করে পরে ধর্ষণের অভিযোগ গ্রাহ্য নয়, ঘোষণা সুপ্রিম কোর্টের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: প্রথমে প্রেম, সেখান থেকে সহবাস। তারপর একদিন ভেঙে গেল সম্পর্ক। আর তা ভাঙতেই পুরুষ সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের মামলা। এ সব আর চলবে না। শুক্রবার উত্তরপ্রদেশের এক মহিলার দায়ের করা মামলার রাযে এমনই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের সাফ কথা, কোনও মহিলা তাঁর পুরুষ সঙ্গীর সাথে স্বেচ্ছায় সহবাস করবেন, আর সেই সম্পর্ক ভেঙে গেলে তাঁর বিরুদ্ধে ধর্ষণ বা যৌন নির্যাতনের অভিযোগ জানাতে পারবেন না।

মামলা করেছিলেন উত্তরপ্রদেশের বালিয়ানিবাসী এক মহিলা। মহিলার অভিযোগ, তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে তাঁরই প্রাক্তন প্রেমিক। জানা গিয়েছে, অভিযুক্তের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৪ সালে অন্য একজনকে বিয়ে করেন ওই মহিলা। ২০১৭ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। বিচ্ছেদের পর তিনি ফিরে আসেন পুরনো সঙ্গীর কাছে। কিছুদিন পর তাঁর সঙ্গী বিয়ে করে ফেলেন অন্য এক মহিলাকে। এরপরই প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন ওই মহিলা। হাইকোর্ট ধর্ষণের অভিযোগ উড়িয়ে মামলা খারিজ করার আর্জি জানান অভিযুক্ত। তাঁর আর্জি খারিজ হলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালত তাঁর আর্জি মঞ্জুর করে ধর্ষণের অভিযোগ খারিজ করে দেয়। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় এবং এ বোপান্নার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় এই ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ গ্রহণ করা যাচ্ছে না।

Mailing List