kolkata municipal election কলকাতা পুরসভা নির্বাচনে কোনও মহিলা ভোটকর্মী নয়, সিদ্ধান্ত নিল কমিশন

কলকাতা পুরসভা নির্বাচনে কোনও মহিলা ভোটকর্মী নয়, সিদ্ধান্ত নিল কমিশন
আনফোল্ড বাংলা প্রতিবেদন: কলকাতা পুরসভার ভোট যত এগিয়ে আসছে প্রস্তুতিতে প্রশাসনিক তৎপরতাও বাড়ছে জোর কদমে। ভোট কর্মীদের প্রশিক্ষণ পর্বও শুরু হয়েছে। ইতিমধ্যেই দু দফায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্মীদের। আরও কয়েকদফা প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এবার কোনও মহিলা কর্মীকে নিয়োগ না করেই কলকাতার পুরভোট পরিচালনার পরিকল্পনা করেছে রাজ্য নির্বাচন কমিশন। একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে ভোট হচ্ছে শুধুমাত্র একটি পুরসভায়। তাই পুরুষ কর্মীদের দিয়েই ভোট প্রক্রিয়া সম্ভব বলে কমিশনের ধারণা। সেকারণেই শুধুমাত্র পুরুষ ভোট কর্মীদের নিয়ে ভোট করার এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে জানা গেছে।
এবার কলকাতার পুরভোট পরিচালনার জন্য ২৭ হাজারের বেশি ভোট কর্মী নিয়োগ করা হচ্ছে। নিয়ম অনুযায়ী ভোট পরিচালনার কাজে যে সংখ্যক কর্মী দরকার তার থেকে বাড়তি ৩০ শতাংশ কর্মী ধরে এই সংখ্যা স্থির করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ভোট কর্মী হিসাবে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র কলকাতা নয়, বাইরের জেলা থেকেও থাকবেন ভোটকর্মীরা।



