স্বাধীনতা দিবস পালনে রেড রোডে নাচলেন মুখ্যমন্ত্রী নিজেও

স্বাধীনতা দিবস পালনে রেড রোডে নাচলেন মুখ্যমন্ত্রী নিজেও
আনফোল্ড বাংলা প্রতিবেদন: করোনা সংক্রমণ কম হওয়ায় এবার বিধিনিষেধ অনেকটাই কাটছাঁট করা হয়েছিল। ফলে রেড রোডে স্বাধীনতা দিবস পালনে অংশ নিতে পেরেছিলেন সাধারণ মানুষও। এদিন রেড রোডে একাধিক ট্যাবলো ছিল। কোনও ট্যাবলো ছিল লক্ষ্মীর ভান্ডারের তো কোনও সুসজ্জিত ট্যাবলো ছিল সেচ দফতরের।
বিভিন্ন জেলা ও কলকাতার বিভিন্ন স্কুলও অংশ নেয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের। বিভিন্ন থিং সঙের ওপর নৃত্য পরিবেশন করে খুদে পড়ুয়ারা। তবে তারই মাঝে বৃষ্টি আসায় কিছুটা ধাক্কা খায় অনুষ্ঠান। তবে অনুষ্ঠান চলেছে রেনকোর্ট পরেই। রেন কোর্ট পরেই নৃত্য পরিবেশন করেছে ছাত্রীরা।
পুলিশের পক্ষ থেকেও ছিল নানা ধরণের কসরৎ দেখানোর অনুষ্ঠান। বিশেষত মোটরবাইকে নানা ধরণের বিষয় ফুটিয়ে তোলা হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে।
এদিন অনুষ্ঠানে ছিল আদিবাসী নৃত্যও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে নেমে নিজেও পা মেলান আদিবাসী মহিলাদের সঙ্গে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গেই নাচতে দেখা গিয়েছে রাজ্যের আর এক মন্ত্রী বীরবাহা হাঁসদাকেও।


