শালবনী স্টেডিয়ামকে সংস্কার করে ইনডোর স্টেডিয়াম করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

শালবনী স্টেডিয়ামকে সংস্কার করে ইনডোর স্টেডিয়াম করার নির্দেশ মুখ্যমন্ত্রীর
আনফোল্ড বাংলা প্রতিবেদন : এলাকার ছেলেমেয়েরা যাতে ঠিক মত খেলাধুলা করতে পারে সেই জন্য প্রতিটি ব্লকে স্টেডিয়াম করার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেই এই নির্দেশ দেন। সেই মত রাজ্যের অন্য জায়গায় সঙ্গে স্টেডিয়াম করা হয় শালবনীতেও। কিন্তু এই আউটডোর স্টেডিয়াম সংস্কার করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
বুধবার মেদিনীপুর কলেজ ময়দানে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কর্মী সম্মেলন থেকেই ওই নির্দেশ দেন তিনি। জানিয়ে দেন, শালবনীর ওই স্টেডিয়ামকে ইনডোর স্টেডিয়াম করা হবে। এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি নির্দেশ দেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “ শালবনীর ওই স্টেডিয়াম উই নষ্ট করে দিয়েছে। সেখানে ইনফ্রাস্ট্রাকচার নেই। তাই সেটাকে আমরা ইনডোর স্টেডিয়াম করে দেব। সেখানে খেলাও যাবে, বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া যাবে আবার কালচালার প্রোগ্রাম করাও যাবে।”
ওই এলাকার নেতা তথা জেলার ক্রীড়া সংগঠক সন্দীপ সিংহ বলেন, “ ওই স্টেডিয়ামে এলাকার ছেলেমেয়েরা খেলা করে। সেখানে আমরা ফুলবল , ক্রিকেট প্রতিযোগিতাও করেছি। মুখ্যমন্ত্রী চাইছেন সেটাকে অন্যভাবে করার জন্য। এই স্টেডিয়ামের উন্নতির জন্যই ওই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা হলে তো ভালো হবে।”



