মেদিনীপুর শহরের রাস্তার মাঝে থাকা ডিভাইডার ভেঙে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

মেদিনীপুর শহরের রাস্তার মাঝে থাকা ডিভাইডার ভেঙে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
আনফোল্ড বাংলা প্রতিবেদন : মেদিনীপুর শহরকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ফুটপাতগুলি চলাচলের উপযুক্ত রাখা ও গাছের সংখ্যা বাড়ানোর নির্দেশও দিয়েছেন তিনি। সেই সঙ্গেই তাঁর মতে, মেদিনীপুর শহরে রাস্তার মধ্যে যে ‘ব্যারিকেড’ বা ডিভাইডার আছে সেগুলি অনেকটা জায়গা দখল করে। তাই মঙ্গলবার মেদিনীপুরে জেলার পুলিশ, প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে এই নিয়ে নতুন করে পরিকল্পনা করার নির্দেশ ও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
ওই বৈঠকে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া বলেন, “ আমি, এখানের পুরসভার চেয়ারম্যান সকলেও এই শহরটাকে আরও সুন্দর, ভালো করার চেষ্টা করছি।”
তারপরেই মুখ্যমন্ত্রী মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানকে বলেন, “এই শহরে গাছ কম, তাই গাছ লাগাতে হবে। এই শহরকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আগে এখানে ফুটপাত করে দিয়েছিলাম। তা ঠিক মত হয় নি। তাই নতুন করে পরিকল্পনা কর ফুটপাত করার জন্য। আর যেন তা দখল না হয়।” সৌমেন খান তাঁকে জানান যে এখানে রাস্তা চওড়া করার সুযোগ আছে। মুখ্যমন্ত্রী বলেন যে এই জন্য বেশি টাকা খরচ করা যাবে না। সেই সঙ্গে তিনি বলেন, “এখানের আরেকটি সমস্যা হল রাস্তার মাঝে থাকা ব্যারিকেড । এটা অনেকটা জায়গা দখল করে নিচ্ছে, তাই নতুন করে পরিকল্পনা কর।”
দরকারে ওই ডিভাইডার ভেঙে গাছ লাগানোর কথাও বলেন তিনি। কারণ গাছ লাগালে একদিকে সবুজায়ন হবে, রাস্তা দখল হবে না, পরিবেশ দূষণ কমবে।



