বিনামূল্যে গরিবদের রেশনের মেয়াদ আরও তিন মাস বাড়াতে চলেছে কেন্দ্র

বিনামূল্যে গরিবদের রেশনের মেয়াদ আরও তিন মাস বাড়াতে চলেছে কেন্দ্র
আনফোল্ড বাংলা প্রতিবেদন: প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আরও তিন মাস বাড়তে চলেছে। এর ফলে আরও তিনমাস বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন দেশের গরিব মানুষ। আগের ঘোষণা অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এর মেয়াদ ছিল। সেই মেয়াদ এবার ডিসেম্বর পর্যন্ত বাড়তে চলেছে। এই মেয়াদ বাড়ানো নিয়ে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি দেন গত ১৩ আগস্ট। লোকসভার সাংসদের পাশাপাশি সৌগত রায় অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের মুখ্য উপদেষ্টার পদেও রয়েছেন।
এর আগেও তৃণমূলের তরফে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল। কিন্তু তারপরও গত জুলাই মাসেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের খরচ সম্পর্কিত দফতরের তরফে পাঠানো একটি নোটে এই প্রকল্প বন্ধ করার সুপারিশ করা হয়। সেখানে বলা হয়, কেন্দ্রীয় সরকারের বর্তমান আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে গরীব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ সেপ্টেম্বরের পর আর বাড়ানো হবে না। তারপরই সৌগত রায় চিঠি দিয়ে মেয়াদ বৃদ্ধির আবেদন জানান। সুত্রের খবর, শেষ পর্যন্ত সাংসদের আবেদন মেনে নিয়ে প্রকল্পের মেয়াদ আরও তিন মাস বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের প্রায় ৮০ কোটি ৩৫ লক্ষ মানুষ এই প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী পাচ্ছেন। চিঠিতে সৌগত রায় দাবি করেন, করোনা এখনও দেশ থেকে পুরোপুরি যায়নি। অতিমারীর ফলে গরীব ও খাদ্য সুরক্ষা আইনের উপভোক্তারা যে আর্থিক ধাক্কা খেয়েছেন, তা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। তাঁর দাবি, যদি বিনামূল্যে রেশন দেওয়া সম্ভব নাএ হয়, অন্তত জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে যে অল্প দামে খাদ্যশস্য দেওয়া হয় সেটা অন্তত যেন চালু থাকে। তিনি অন্তত আরও ৬ মাস এর মেয়াদ বাড়ানোর দাবি করলেও সরকার মাত্র তিন মাস এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে চলেছে।


