করোনায় মৃত সাংবাদিকদের পরিবারকে আর্থিক সাহায্য কেন্দ্রের

করোনায় মৃত সাংবাদিকদের পরিবারকে আর্থিক সাহায্য কেন্দ্রের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: করোনা কালে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন অনেক সাংবাদিক। তাঁদের অকাল প্রয়াণে বিপাকে পড়ে গিয়েছে তাঁদের পরিবার। এই পরিস্থিতিতে তাঁদের সাহায্যে এগিয়ে এল কেন্দ্রীয় সরকার। এদের সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিল জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিম কমিটি। সেই কমিটির প্রস্তাব মেনে করোনায় মৃত সাংবাদিকদের পরিবারগুলির সাহায্যে এগিয়ে এল কেন্দ্র।
কমিটির প্রস্তাব মেনে করোনায় মৃত ৩৫ সাংবাদিকের পরিবারকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এছাড়া কমিটির আবেদন মেনে আরও দুই গুরুতর অসুস্থ সাংবাদিককেও সাহায্যের সুপারিশ করা হয়েছে। কমিটির বৈঠকে মোট ১.৮১ কোটি টাকা সাহায্যের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে এই স্কিমে করোনায় মৃত মোট ১২৩ জন সাংবাদিকের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল। তাঁর সঙ্গে এই তালিকা যোগ করে মোট ১৩৯ জনের পরিবারকে সাহায্য করল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকার এই পরিবারগুলোর সাহায্যে এগিয়ে আসায় কমিটির পক্ষ থেকে তাঁদের ধন্যবাদ জানান হয়েছে। এরই মধ্যে ফের দেশজুড়ে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। ফলে বাড়ছে উদ্বেগ। কোভিড পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন সাংবাদিকরা। ফের সেই ছবি ফিরতে চলেছে। তবে এবার টিকাকরণ হয়ে যাওয়ায় আতঙ্ক কিছুটা কম।


