দুর্নীতির মোকাবিলায় ছাত্রছাত্রীদেরও যুক্তি করতে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয়েও অভিনবত্ব আনলো সিবিএসই বোর্ড

06 Oct 2022, 07:30 PM
দুর্নীতির মোকাবিলায় ছাত্রছাত্রীদেরও যুক্তি করতে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয়েও অভিনবত্ব আনলো সিবিএসই বোর্ড
আনফোল্ড বাংলা প্রতিবেদন: দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এবার হাতিয়ার করা হচ্ছে ছাত্রছাত্রীদেরও। ছাত্রছাত্রীদের মধ্যে দুর্নীতি ধ্যানধারনা ও কিভাবে তা মোকাবিলা করা যায় তা বোঝাতে এবার প্রবন্ধ রচনার বিষয়েও তুলে আনা হল সেই বিষয়। সিবিএসই বোর্ড এবার তাদের প্রবন্ধের বিষয় ঠিক করেছে ‘কোরাপশন ফ্রি ইন্ডিয়া ফর অ্যা ডেভেলপড নেশন’’। ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহে এই বিষয়ে ছাত্রছাত্রীদের কাছে প্রবন্ধ চাওয়া হয়েছে। এব্যাপারে অবশ্য সহযোগিতায় রয়েছে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। যে সমস্ত ছাত্রছাত্রীরা উপযুক্ত প্রবন্ধ লিখতে পারবে, তাদের পুরষ্কৃতও করা হবে। ১০ অক্টোবরের মধ্যেই জমা দিতে হবে প্রবন্ধ।


