মামলা পিছিয়ে গেল দিল্লি হাইকোর্টে, স্বস্তিতে অনুব্রত

মামলা পিছিয়ে গেল দিল্লি হাইকোর্টে, স্বস্তিতে অনুব্রত
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ফের ১০ দিনের জন্য স্বস্তি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মামলার শুনানি দিল্লী হাইকোর্টে আবারও পিছিয়ে গেল। আগামী ২৩ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিন দিল্লি হাইকোর্টে বিচারপতি দীনেশ শর্মার এজলাসে অনুব্রত মন্ডলের মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেই মামলা শোনেননি বলেই হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে।
অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার জন্য আদালতের দ্বারস্থ হয়ে ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ইডিকে অনুমতি দেয়। কিন্তু অনুব্রতর বিরুদ্ধে সিউড়ির এক ব্যক্তির করা মামলার জন্য দিল্লি যাওয়া পিছিয়ে যায়। এবার অনুব্রত মন্ডল রাউস অ্যাভিনিউ আদালতের রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানে অনুব্রত দাবী জানান, ইডি গ্রেপ্তার করার সময় কোনো নথি দেয়নি। গ্রেফতারের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল এদিন। কিন্তু সেই শুনানি পিছিয়ে গিয়েছে। ফলে আপাতত আসানসোলের জেলেই আরো ১০ দিন বন্দি থাকতে হচ্ছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে।


