মিনাখাঁ বোমা বিস্ফোরণ কান্ডে এবার গ্রেফতার মূল অভিযুক্তের ভাই, এলাকায় বসানো হল পুলিশ পিকেট

মিনাখাঁ বোমা বিস্ফোরণ কান্ডে এবার গ্রেফতার মূল অভিযুক্তের ভাই, এলাকায় বসানো হল পুলিশ পিকেট
আনফোল্ড বাংলা প্রতিবেদন: মিনাখাঁর বোমা বিস্ফোরণ কান্ডের মূল অভিযুক্ত আগেই গ্রেফতার হয়েছিল। এবার পুলিশ গ্রেফতার করল তার ভাইকেও।
বসিরহাট জেলার মিনাখাঁ থানার চাঁপালী গ্রাম পঞ্চায়েতের বকচোরা গ্রামের গাইন পাড়ায় বোমা বিস্ফোরণ ঘটে। ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথম গ্রেফতার করেছিল আবুল হোসেন গায়েনকে। শুক্রবার ভোররাতে তার ভাই আবুল সাত্তার গায়েনকে মিনাখাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এলাকা থেকে আতঙ্ক দূর করতে বসানো হয়েছে পুলিশ পিকেটও।
এ ব্যাপারে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, কোনও অভিযুক্তই রেহাই পাবে না। পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে। আইন আইনের পথেই চলবে।


