বর্ধমানের তালিত রেল ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছিল বালককে! মালগাড়ির ভেতর থেকে দেহ উদ্ধার হল হাওড়ার লিলুয়ায়

বর্ধমানের তালিত রেল ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছিল বালককে! মালগাড়ির ভেতর থেকে দেহ উদ্ধার হল হাওড়ার লিলুয়ায়
27 Aug 2023, 02:30 PM

বর্ধমানের তালিত রেল ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছিল বালককে! মালগাড়ির ভেতর থেকে দেহ উদ্ধার হল হাওড়ার লিলুয়ায়

 

সুলেখা চক্রবর্তী হাওড়া

 

এক বালকের রক্তাক্ত দেহ উদ্ধার হলো হাওড়ার লিলুয়া রেল ইয়ার্ডে। মালগাড়ির ভিতর থেকে উদ্ধার হয় আট বছরের বালকের দেহটি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া থানার ভট্টনগর সংলগ্ন রেল ইয়ার্ডে। গিয়েছে, মৃত বালকের নাম আবিদ শেখ। বাড়ি নদিয়ার চাপড়া থানা এলাকায়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে রেল পুলিশের লোকজন ও আরপিএফ রুটিন চেকিং এ গিয়ে মালগাড়ির ভিতর বালকটির দেহ দেখতে পায়। এরপর তাকে উদ্ধার করে কোনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে খোঁজখবর করে পুলিশ জানতে পেরেছে আহিদ শেখ কে বর্ধমানের তালিত স্টেশনের ফুট ওভার ব্রিজ থেকে চলন্ত মালগাড়িতে ফেলে দেওয়া হয়েছিল। তবে কে বা কেন এই ঘটনা ঘটিয়েছিল তা জানার চেষ্টা করছে রেল পুলিশ। যোগাযোগ করা হচ্ছে চাপড়া থানাতেও। এদিকে বালকটিকে ফেলে দেওয়ার পর স্থানীয় বাসিন্দারা মালগাড়িটিকে থামানোর চেষ্টা করলেও খালি মালগাড়ি থামাতে পারেনি। সরাসরি চলে আসে লিলুয়া রেল ইয়ার্ড এলাকায়। আর এখানেই উদ্ধার হয় দেহটি। এই ঘটনায় রেল ইয়ার্ড এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ওই বালককে কেন ব্রীজ থেকে চলন্ত মালগাড়িতে ফেলে দেওয়া হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে পরিত্যক্ত মালগাড়ির ভিতর থেকে ওই বালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় লিলুয়া এলাকায়।

Mailing List