নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন এসএসসি-র ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থার কর্তা

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন এসএসসি-র ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থার কর্তা
আনফোল্ড বাংলা প্রতিবেদন: নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার গ্রেফতার হলেন এসএসসি-র ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থা নাইসার আধিকারিক নীলাদ্রি দাস। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর এদিন তাঁকে গ্রেফতার করল সিবিআই। গাজিয়াবাদের যে সংস্থা ওএমআর শিট তৈরি করেছিল সেই সংস্থারই অন্যতম কর্তা এই নীলাদ্রি দাস। ওএমআর শিট বিকৃত করার অভিযোগেই নীলাদ্রি দাসকে গ্রেফতার করা হয়েছে বলেই সিবিআই সূত্রে জানা গিয়েছে। এই মামলায় একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
বেশ কিছুদিন ধরেই তাঁকে খুঁজছিল সিবিআই। অবশেষে সিবিআইয়ের জালে পড়লেন নীলাদ্রি দাস। পরীক্ষার ওএমআর শিট বিকৃত করার অভিযোগেই নীলাদ্রি দাসকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থার প্রতি তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যর এত প্রেম কেন? প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, নীলাদ্রি দাস বর্তমানে এনডি ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার ডিরেক্টর। এক সময় তিনি নাইসা নামে ওই সংস্থার ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন। এই সংস্থার অফিস রয়েছে গাজিয়াবাদে। দুই অফিসেই সম্প্রতি তল্লাশি চালায় সিবিআই। সেখান থেকে উদ্ধার হয় গুরুত্বপূর্ণ নথি। সেই নথির ভিত্তিতেই নীলাদ্রির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। তারপর একাধিকবার চলে জিজ্ঞাসাবাদ, অবশেষে শুক্রবার গ্রেফতার হলেন তিনি। এসএসসি-তে যে বিপুল দুর্নীতির অভিযোগ উঠেছে, তাতে ওএমআর শিটের বড় ভূমিকা ছিল। গোয়েন্দারা তদন্তে দেখেছেন, বহু প্রার্থীর ক্ষেত্রে ওএমআর শিটের সঙ্গে সার্ভারের নম্বরের বড়সড় ফারাক রয়েছে। অর্থাৎ আদতে তাঁরা যে নম্বর পেয়েছিলেন তা বদলে দেয় কেউ বা কারা। সেই সূত্র ধরেই সিবিআই-এর নজরে আসে নাইসা নামে ওই সংস্থা। নাইসার অফিস থেকে ওএমআর শিট সংগ্রহ করা হয়। পরে আদালতের নির্দেশে একাধিক মামলায় সেই ওএমআর শিট প্রকাশ করা হয়েছে কমিশনের ওয়েবসাইটেও।


