পুরুলিয়ায় শুরু বইমেলা, মহামারীর আবহে ভাটা পড়েনি বাঙালির বইপ্রীতির

পুরুলিয়ায় শুরু বইমেলা, মহামারীর আবহে ভাটা পড়েনি বাঙালির বইপ্রীতির
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
শীতের এখন বিদায় বেলা ঘনিয়ে এসছে। একবছর ধরে করোনা পিছু ছাড়েনি। তবে বাঙালির বই প্রীতি কেড়ে নিতে পারেনি এই মহামারী। তাই সকল সুরক্ষা উদ্যোগ নিয়ে আজ ৩০ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো পুরুলিয়ার বরাবাজার বইমেলা।
এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার পর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরুলিয়ার বিশিষ্ট সাহিত্যিক ও লোকসংস্কৃতিবিদ সুনীল মাহাত। উপস্থিত ছিলেন কলকাতা দুরদর্শনের এডমিনিষ্ট্রেটিভ অফিসার সান্তা দেব, বর্ধমানের লেখক ও গবেষক তাপস কুমার বন্দ্যোপাধ্যায়, রাঁচির দৈনিক সকাল সকাল পত্রিকার সম্পাদক সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, বরাবাজার এর বিডিও মাসুদ রাইহান, জয়েন্ট বিডিও উত্তম কুমার মান্না সহ বিশিষ্টজনেরা।
বিকেল থেকে শুরু হয় ঝুমুর, বাউল, ছৌ সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মাননা জ্ঞাপন করা হয় গুণীজনদের। এবছর লিটিল। ম্যাগাজিন সহ জেলা ও জেলার বাইরের বিভিন্ন প্রকাশনী সংস্থা অংশ নিয়েছে বইমেলায়। প্রকাশিত হয়ে বেশ কয়েকটি গ্রন্থ। প্রায় ৪০ টি স্টল রয়েছে মেলায়। এই মেলা চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত।



