তৃণমূল পার্টি অফিস থেকে ঝুলন্ত দেহ উদ্ধার দলের কর্মীর, চাঞ্চল্য পানিহাটিতে

তৃণমূল পার্টি অফিস থেকে ঝুলন্ত দেহ উদ্ধার দলের কর্মীর, চাঞ্চল্য পানিহাটিতে
22 Apr 2023, 02:27 PM

তৃণমূল পার্টি অফিস থেকে ঝুলন্ত দেউদ্ধার দলের কর্মীর, চাঞ্চল্য পানিহাটিতে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: তৃণমূল পার্টি অফিস থেকেই উদ্ধার হল দলীয় কর্মীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার পানিহাটির ধানকল এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে, এভাবে দলীয় কার্যালয়ে কিভাবে ঘটনাটি ঘটে? এটা কী নিছকই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য রহস্য রয়েছে। ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম তাপস দেবনাথ। শুক্রবার সন্ধ্যায় দলের অন্যান্য কর্মীরা পার্টি অফিসে ঢুকে দেখেন সিলিং ফ্যানে ঝুলছে তাপসের দেহ। তাপস তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিল বলেও এলাকার বাসিন্দাদের দাবি। স্থানীয় তৃণমূল নেতা কমল দাসও অবশ্য ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি জানান, এটা খুবই মর্মান্তিক। কিভাবে ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখা হবে। তবে তারই সঙ্গে তিনি এটাও জানান যে, তাপসের পরিবারে আত্মহত্যার ঘটনা আগেও ঘটেছে। তাপসের দুই কাকা ও এক ভাইপো বিগত দিনে আত্মহত্যা করেছিলেন। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

Mailing List