নিখোঁজ মহিলার দেহ মিললো বাড়ির আলমারির ভেতর থেকে! চুঁচুড়ার ঘটনায় তোলপাড়
নিখোঁজ মহিলার দেহ মিললো বাড়ির আলমারির ভেতর থেকে! চুঁচুড়ার ঘটনায় তোলপাড়
আনফোল্ড বাংলা প্রতিবেদন: নিখোঁজ ছিলেন এক মহিলা। আশপাশ চারদিক খুঁজেও সন্ধান মেলেনি। খোঁজ নিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, আত্মীয় বাড়িতেও যাননি। পরে বাড়ির আলমারি থেকে ছেলে জামাকাপড় বের করতে গিয়ে দেখেন একটি হাত বেরিয়ে আসছে। আতঙ্কে কয়েক পা লাফিয়ে চিৎকার শুরু করেন। লাফাতেই আলমারি পুরোটা খুলে যায়। আর তখনই বেরিয়ে পড়ে সম্পূর্ণ দেহ। তখনই ছেলে দেখেন, নিখোঁজ মায়ের দেহটাই ছিল আলমারিতে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম ভারতী ঘোষ (৬৫)। তবে মহিলার স্বামী কাশীনাথ ঘোষের কোনও খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে, তিন দিন ধরে নিখোঁজ ছিলেন মহিলা। এখন দেখা যাচ্ছে স্বামীও নেই। পুলিশের প্রাথমিক অনুমান, স্বামীই হয়তো খুন করে দেহ আলমারিতে রাখতে পারে। তারপরই বাড়ি থেকে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বস্তির একটি বাড়িতে থাকতেন ভারতীদেবী ও কাশীনাথ। ছেলেরা থাকতেন আশপাশে বাড়ি করে। শনিবার তাঁদেরই এক ছেলে জামাকাপড় নিতে মায়ের বাড়িতে ঢোকেন। তখনই মৃতদেহ উদ্ধারের ঘটনাটি ঘটে।


