মালদায় ভুট্টা খেতে মিললো বৃদ্ধ কৃষকের গলা কাটা দেহ, নৃশংস হত্যাকান্ডে তীব্র চাঞ্চল্য

মালদায় ভুট্টা খেতে মিললো বৃদ্ধ কৃষকের গলা কাটা দেহ, নৃশংস হত্যাকান্ডে তীব্র চাঞ্চল্য
28 Jan 2023, 04:13 PM

মালদায় ভুট্টা খেতে মিললো বৃদ্ধ কৃষকের গলা কাটা দেহ, নৃশংস হত্যাকান্ডে তীব্র চাঞ্চল্য

 

নারায়ণ সরকার, মালদা

      

গলার নলি কেটে হাড়হিম করা হত্যাকান্ড! বাড়ি থেকে ৮০০ মিটার দূরে বৃদ্ধ দিনমজুর কে খুন করে ফেলে রাখা হলো ভুট্টার জমিতে। উদ্ধার হল বিবস্ত্র দেহ। সকালে গ্রামবাসীর নজরে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সারা এলাকায়। থানার আইসির নেতৃত্বে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দু’জনকে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বস্তা গ্রামে।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম ইউসুফ মন্ডল (৬৭)। স্ত্রী সরলিয়া মন্ডল বলেন, ‘‘গলাটা একেবারে কেটে দিয়েছে। একটু খানি মাংস আটকে লেগে রয়েছে। নিশ্চয় কেউ না কেউ খুন করেছে। আমি চাই কারা গলা কেটেছে তা বের করুক পুলিশ। তাদের শাস্তি দিক। আমি স্বামী ভালো মানুষ ছিল। কারও কখনও ক্ষতি করেনি।’’

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে প্রতিদিনের মতোই বেরিয়েছিলেন ইউসুফ। তারপর আর বাড়ি ফেরেনি। সকালে গলার নলি কাটা অবস্থায় বিবস্ত্র দেহ উদ্ধার হয়। সারা গ্রামে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসুমা বিবির স্বামী আবুল কালাম আজাদ বলেন, খুনের ঘটনা শুনতে পেয়ে আমি এসেছি। এরা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ। সাধারণত এদের সেই ভাবে কোনও শত্রু থাকার কথা না। কিন্তু তারপরও কারা বা কেন খুন করল সেটা বোঝা যাচ্ছে না। পুলিশ তদন্ত করলেই সমগ্র ঘটনা সামনে আসবে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদুত গজমের বলেন, সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। এখনই কিছু বলা যাবে না।

Mailing List