সাদা কাপড়ে মোড়া ব্যাগের মধ্যে পড়ে রয়েছে নবজাত শিশু পুত্রের মৃতদেহ, ঘটনায় চাঞ্চল্য ছড়াল বসিরহাটের মল্লিকপুর এলাকায়

সাদা কাপড়ে মোড়া ব্যাগের মধ্যে পড়ে রয়েছে নবজাত শিশু পুত্রের মৃতদেহ, ঘটনায় চাঞ্চল্য ছড়াল বসিরহাটের মল্লিকপুর এলাকায়
আনফোল্ড বাংলা প্রতিবেদন: সোমবার সাত সকালে এলাকাবাসী দেখতে পান একটি সাদা কাপড়ে মোড়া ব্যাগের মধ্যে নবজাত শিশু পুত্রের মৃতদেহ পড়ে রয়েছে। তারপর তারা খবর দেন হাড়োয়া থানায়। পুলিশ এসে সদ্যোজাতর দেহটি উদ্ধার করে নিয়ে যায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। চিকিত্সকদের অনুমান ওই নবজাতক শিশুটির বয়স আনুমানিক ৬ মাস। তবে এই শিশুটির দেহ কীভাবে সেখানে এল সেটা এখনো পর্যন্ত জানা যায়নি।
ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল এলাকায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ এসে শিশুর দেহটি উদ্ধার করে। বসিরহাটের হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর এলাকার ঘটনা। অনুমান, কেউ বা কারা তাকে খুন করে ফেলে দিয়ে গিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন, "আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম একাটা ব্যাগ পড়ে রয়েছে। সেই ব্যাগটি দেখে অবাক হই। উঁকি দিতেই দেখি সেখানে রক্ত মোড়া এক শিশু পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে আমি বাকিদের ডেকে আমি। অনেকে এসে উপস্থিত হয়। ওরা এসে তড়িঘড়ি পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।"


