তৃণমূলের নেতা-নেত্রী থেকে জনপ্রতিনিধি, নিরাপত্তা তুলে নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট

তৃণমূলের নেতা-নেত্রী থেকে জনপ্রতিনিধি, নিরাপত্তা তুলে নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট
14 Mar 2023, 12:15 PM

তৃণমূলের নেতা-নেত্রী থেকে জনপ্রতিনিধি, নিরাপত্তা তুলে নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট

 

আনফোল্ড বাংল‌া প্রতিবেদনঃ তৃণমূলেরই একগুচ্ছ জনপ্রতিনিধি ও নেতা, নেত্রীর নিরাপত্তা তুলে নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। তবে কেন এই সিদ্ধান্ত তা নিয়ে পুলিশের তরফে কিছু বলা হয়নি। জানা গিয়েছে, ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের ৪১ জন নেতা, নেত্রী ও নির্বাচিত জনপ্রতিনিধি এই তালিকায় রয়েছেন। এদের মধ্যে বেশির ভাগকেই উনিশের লোকসভা নির্বাচনের আগে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছিল। যা এবার তুলে নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

এর মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেশ কিছু পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলররা রয়েছেন। তবে এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি ওই জনপ্রতিনিধিরা। স্থানীয় এক বিধায়ক জানিয়েছেন, ২০১৯ সালে বিজেপির সন্ত্রাসের ভয়ে অনেককে নিরাপত্তা দেওয়া হয়েছিল। কিন্ত প্রশাসন মনে করছে এখন আর এ সবের দরকার নেই। বেশিরভাগ জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের মত, এটা প্রশাসনিক বিষয়। ব্যারাকপুর শিল্পাঞ্চলে আমাদের সরকার শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করেছে। পুলিশ প্রশাসনও অনেক সক্রিয় হয়েছে। তাই বাড়তি নিরাপত্তার আর প্রয়োজন পড়ছে না। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে সবাই এ নিয়ে একমত যে এটা দলের বিষয় নয়, পুরোটাই প্রশাসনিক সিদ্ধান্ত, তাই এ নিয়ে কেউই প্রকাশ্যে কিছু বলতে নারাজ।

Mailing List