রাস্তার ধারে জন্ম নেওয়া শাবককে কিভাবে জঙ্গলে ঢোকালো মা হাতি, চোখে জল আনা দৃশ্য, সাক্ষী থাকলো বহু মানুষ

রাস্তার ধারে জন্ম নেওয়া শাবককে কিভাবে জঙ্গলে ঢোকালো মা হাতি, চোখে জল আনা দৃশ্য, সাক্ষী থাকলো বহু মানুষ
05 Dec 2022, 08:14 PM

রাস্তার ধারে জন্ম নেওয়া শাবককে কিভাবে জঙ্গলে ঢোকালো মা হাতি, চোখে জল আনা দৃশ্য , সাক্ষী থাকলো বহু মানুষ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: জঙ্গল লাগোয়া রাস্তার ধারেই জন্ম নিল হস্তিশাবক। সে রাস্তায় যাতায়াত রয়েছে মানুষেরও। বাচ্চা হাতির তো কেউ ক্ষতিও করতে পারে। তাই কোনও ঝুঁকি নয়। মা হাতির সঙ্গে আরও এক হাতি ঘিরে দাঁড়িয়ে রইলো শাবককে। তারপর শুঁড় দিয়ে ধীরে ধীরে পরম মমতায় কিভাবে জঙ্গলের মধ্যে ঢোকালো দেখুন। এ যে এক হাড়হিম করা দৃশ্য।

হাতির পালে নতুন অতিথির সংখ্যা ক্রমেই বাড়ছে পশ্চিম মেদিনীপুর জেলায়। বন দফতর জানিয়েছে, দু’দিনে দুটি সদস্য বেড়েছে দলমার দলে। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বন বিভাগের অন্তর্গত কলাইকুন্ডা রেঞ্জের জাটিয়ার জঙ্গলে একটি হস্তি শাবকের জন্ম হয়। সেই হাতিটি জন্মের পর উঠে না দাঁড়ানো পর্যন্ত মা হাতির সাথে আরো একটি হাতি ঘিরে দাঁড়িয়ে রইলো। সেই দৃশ্য মোবাইলে ক্যামেরা বন্দি করলেন এলাকার মানুষজন। তবে হাতির দলটিকে সরানোর চেষ্টা কেউ করেনি। ভিডিওতে দেখা যাচ্ছে জঙ্গলের মাঝে মোরাম রাস্তা পেরিয়ে শাবক হাতিটিকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে মা হাতিটি। সাথে আরো একটি হাতি তাকে সাহায্য করছে। শাবক হাতিটি উঠে না দাঁড়ানোয় রেগেও যেতে দেখা যায় মা হাতিটিকে। পা দিয়ে মাটিতে আঘাত করা ছাড়াও মাটি ছড়াতে থাকে। তারপর শুঁড় দিয়ে ঠেলতে দেখা যায় শাবককে।

বন দফতর জানিয়েছে, ওই জঙ্গলে প্রায় একশোটির মতো হাতি রয়েছে। অন্যদিকে রবিবার সকালে মেদিনীপুর বন বিভাগের অধীন চাঁদাবিলা জঙ্গলে আরও একটি হস্তিশাবকের জন্ম হয়। বন দপ্তরের পক্ষ থেকে হাতির ওই দলকে উত্যক্ত না করার পরামর্শ দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার চারটি বন বিভাগের অধীনে প্রায় দেড়শো বেশি হাতি রয়েছে।

Mailing List