রায়গঞ্জে প্রকাশিত হল ‘উষার আলো’র শারদ সংখ্যা, জানুয়ারিতে ছাত্রছাত্রীদের নিয়েও শিশু সংখ্যা প্রকাশের উদ্যোগ

রায়গঞ্জে প্রকাশিত হল ‘উষার আলো’র শারদ সংখ্যা, জানুয়ারিতে ছাত্রছাত্রীদের নিয়েও শিশু সংখ্যা প্রকাশের উদ্যোগ
26 Sep 2022, 07:15 PM

রায়গঞ্জে প্রকাশিত হল ‘উষার আলোর শারদ সংখ্যা, জানুয়ারিতে ছাত্রছাত্রীদের নিয়েও শিশু সংখ্যা প্রকাশের উদ্যোগ

 

তন্ময় চক্রবর্তী, রায়গঞ্জ

 

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় রায়গঞ্জে "ঊষার আলো" পত্রিকার শারদ সংখ্যা প্রকাশিত হল। বিশিষ্ট কবি শিক্ষক স্বর্গীয় শ্রী বিকাশ রায় স্মৃতিতে বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখা এই পত্রিকায় এবারে স্থান পেয়েছে।

আগামী জানুয়ারি মাসে জেলার ছাত্র-ছাত্রীদের লেখা কবিতা, গল্প, ছড়া নিয়ে প্রকাশিত হবে শিশু সংখ্যা। তাই উত্তর দিনাজপুর জেলার সকল শিক্ষক-শিক্ষিকাগণ কে আহ্বান জানানো হয়েছে যে তাঁদের স্কুলের ছাত্র-ছাত্রীদের ভালো লেখাগুলি সংগঠনের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। তাছাড়াও আগামী এক মাস দুর্গাপূজা, কালীপূজা, ছট পূজা এবং নবি দিবস পালন হবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবের দিন গুলি পালন করবেন সকলে। সেই দিনগুলি যাতে উত্তর দিনাজপুর জেলার সকল মানুষের, ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আনন্দের সাথে কাটে তারই শুভেচ্ছা ও অভিনন্দন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে করা হয়। ছাত্র-ছাত্রীদের নাচ এবং শিক্ষক-শিক্ষিকা দ্বারা কবিতা এবং গানের মাধ্যমে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট তরুণ কবি শিক্ষক নিবারণ দাস, গৌতম পাল, অস্মিতা অধিকারী সহ অনেকেই।

Mailing List