শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগে ফের হল বাৎসিরক ক্রীড়া প্রতিযোগিতা

শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগে ফের হল বাৎসিরক ক্রীড়া প্রতিযোগিতা
কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি
শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের তরফে আয়োজিত হল অ্যানুয়াল অ্যাথলেটিকস মিট ২০২২। ক্রীড়া পরিষদ আবারও মিট করতে উদ্যোগী হওয়ায় স্বস্তি ফিরেছে অ্যাথলিটদের। করোনা স্বাস্থ্য বিধি মেনেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তিন দিনব্যাপী চলবে এই অ্যাথলেটিক মিট। এই অ্যাথলিট মিটে মহাকুমা ক্রীড়া পরিষদের অধীনে ১৯ টি ক্লাবের ৬০০ বেশি প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ক্রীড়াঙ্গনে।
এই বার্ষিক প্রতিযোগিতায় দৌড়, লংজাম্প, হাইজাম্প, শটপাট সহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে। ছেলে ও মেয়েদের ৫টি করে মোট ১০টি বয়স বিভাগ থাকছে। ইভেন্টের সংখ্যা ১১২ টি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা শাসক শ্রীনিবাস ভ্যাঙ্কেট রাও পাটিল, পুর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সভাপতি কুন্তল গোস্বামী সহ আরও অন্যান্যরা।



