দল বিশ্বকাপ থেকেই বিদায় নিতেই অবসর ঘোষণা করলেন আফগান বোলার

দল বিশ্বকাপ থেকেই বিদায় নিতেই অবসর ঘোষণা করলেন আফগান বোলার
11 Nov 2023, 06:45 PM

দল বিশ্বকাপ থেকেই বিদায় নিতেই অবসর ঘোষণা করলেন আফগান বোলার

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শেষ হওয়ার আগেই এক দিনের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নবীন উল হক। দক্ষিণ আফ্রিকার কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হারার পর আফগান পেসার নবীন উল হক  ওডিআই থেকে অবসর ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়া সাইটে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছেন।আফগান জোরে বোলার লিখেছেন, ‘‘নিজের দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে দারুণ সম্মান এবং গর্বের। বিশ্বকাপে আমাদের খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।একইসঙ্গে আফগান দলের এই ক্রিকেটার লিখেছেন, ‘তবে নীল জার্সি গায়ে দেশের হয়ে টি২০ ক্রিকেট খেলব। ক্রিকেটার জীবনের এই পর্যায় এসে এমন একটা সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তাও এই কঠিন সিদ্ধান্তটা নিতে হল। সব রকম সাহায্য এবং সমর্থনের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। সমর্থকদের ধন্যবাদ তাঁদের অফুরন্ত ভালবাসার জন্য।’’

এ বারের বিশ্বকাপে দেশের হয়ে গ্রুপ পর্বে ৯টি ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন নবীন উল হক। তাতে তাঁর প্রাপ্তি মোট ৯টি উইকেট। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল ২০১৬ সালে। খুব তাড়াতাড়ি ওডিআইকে বিদায় জানিয়ে দিলেন নবীন। দক্ষিণ আফ্রিকার কাছে শেষ ম্যাচ হেরে গেলেও আফগানরা মাথা উঁচু করেই টুর্নামেন্ট ছাড়লেন। ৯টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচ জিতেছে আফগানিস্তান। রশিদ খানদের মরিয়া লড়াই প্রশংসা আদায় করে নিয়েছে। সবথেকে বড় কথা, তারা পয়েন্ট টেবিলে ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের মতো দলের থেকে উপরে রয়েছে।

Mailing List