ভয়ঙ্কর রাজনৈতিক দল সিপিএম, পুরনো স্লোগান তুলে কি নিদান জ্যোতিপ্রিয়র

ভয়ঙ্কর রাজনৈতিক দল সিপিএম, পুরনো স্লোগান তুলে কি নিদান জ্যোতিপ্রিয়র
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ২০১১ সালের নভেম্বর মাসে একটা স্লোগান দিয়েছিলাম, সিপিএমের সঙ্গে চলবো না। তাদের সঙ্গে বিয়ের সম্পর্ক তৈরি করব না। কোনো বিয়ে বাড়িতে তারা গেলে যাব না। সিপিএমের সঙ্গে চলার পক্ষপাতী আমি নই। এরা ভয়ংকর রাজনৈতিক দল। আগের স্লোগান মনে করিয়ে দিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা ১ নম্বর ব্লক অফিসে দুয়ারে ডাক্তার পরিষেবার কর্মসূচিতে জ্যোতিপ্রিয় মল্লিক অংশগ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে মন্তব্য করেন। এর মধ্যেই শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বাম আমলে 46 হাজার চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন। সেই রিপোর্ট ইতিমধ্যেই কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার রিপোর্টে উঠে এসেছে। এবার জ্যোতিপ্রিয়র কথায়, সিপিএম কি করে গিয়েছে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছ থেকে কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে। যদি সব দপ্তরের তদন্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে সিপিএম নেতাদের কি হাল হবে, সেটা তারা বুঝতে পারছেন না। শিক্ষা দপ্তর দিয়ে শুরু হয়েছে। সিএজি বলছে 46 হাজার নাম বেরিয়েছে। এবার সব জনসম্মুখে নিয়ে আসা উচিত।
জ্যোতিপ্রিয় মল্লিক সিপিএম দলটির অস্তিত্ব নিয়ে বলেছেন, এই দলটি শেষ হয়ে গিয়েছে। সিপিএমের যে মুখগুলো টিভিতে দেখা যায় সেগুলো পচে গিয়েছে। সিপিএমে নতুন মুখ দরকার। যদিও সিপিএমের জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে ভালো কিছু কি আর আশা করা যায় এই প্রশ্ন তুলেছেন। তিনি তৃণমূল সরকারের উদ্দেশ্যে বলেন, ১১ বছরের দুর্নীতিতে কারো কেশাগ্র স্পর্শ করতে পারলেন না কেন? মিথ্যে মামলা কম দেননি। ওতে ভয় পাই না। ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসার পরেই সিপিএমের মতো দলকে সামাজিক বয়কটের ডাক দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার সেই পুরনো স্লোগান আরো একবার তুলে ধরলেন তিনি।


