ভয়াবহ অগ্নিকান্ড নিউ দিঘার হোটেলে, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন

ভয়াবহ অগ্নিকান্ড নিউ দিঘার হোটেলে, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
অরুনাভ মান্না, দিঘা
ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল দিঘার হোটেলে। বৃহস্পতিবার বেলা প্রায় ১১টা নাগাদ হোটেলের দোতলায় আগুন লেগে যায়। সিঁড়ির লবি থেকে আগুন ও কালো ধোঁয়া বেরোতে থাকে। তড়িঘড়ি হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন কর্মীরা। দোতলায় থাকা কয়েকজন পর্যটক প্রাণ বাঁচাতে রেলিং টপকে কোনওক্রমে নীচে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচান। তবে কি ভাবে এই অগ্নিকান্ড তা এখনও পরিষ্কার নয়।
ঘটনার খবর পেয়ে দিঘা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। সেই সঙ্গে রামনগর থেকে আসে দমকলের ২টি ইঞ্জিন। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। হোটেল কর্মীদের সূত্রে জানা গেছে, এদিন বেলার দিকে হঠাৎই সিঁড়ির লবি থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। তারপর হোটেলের ভেতর কালো ধোঁয়ায় ভরে যায়। শুরু হয় শ্বাসকষ্ট। কোনদিকে বেরোবেন প্রথমে বুঝতেই পারছিলেন না। তারপর বহু কষ্টে বাইরে বেরোতে সক্ষম হন। জোরকদমে আগুন লাগানোর চেষ্টা চালিয়েছে যাচ্ছে দমকল। দমকল জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পরেই তদন্ত করে দেখা হবে কী কারণে আগুন লাগলো।



