ভয়াবহ বিস্ফোরণ বাংলাদেশে, মৃত্যুর সঠিক তথ্য এখনও মেলেনি

ভয়াবহ বিস্ফোরণ বাংলাদেশে, মৃত্যুর সঠিক তথ্য এখনও মেলেনি
04 Mar 2023, 08:18 PM

ভয়াবহ বিস্ফোরণ বাংলাদেশে, মৃত্যুর সঠিক তথ্য এখনও মেলেনি

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: কারখানার ভেতরে ভয়াবহ বিস্ফোরণ। তাতে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’ নামের একটি কারখানায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্তত চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত অন্তত ১৯ জন। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত আহত ও নিহতের সঠিক সংখ্যা জানা কঠিন। কী কারণে বিস্ফোরণ তাও এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হওয়ার পরেই তদন্ত করা হবে। আর এই বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কান্নার রোল এলাকায়। যতক্ষণ না সবাইকে উদ্ধার করে সঠিক তথ্য মিলছে ততক্ষণ যেন স্বস্তি পাচ্ছেন না কেউ।

 

 

Mailing List