ভয়াবহ বাস দুর্ঘটনা বাংলাদেশ, রাস্তা থেকে ২০ ফুট খাদে পড়লো বাস, মৃত্যু তিনজনের

ভয়াবহ বাস দুর্ঘটনা বাংলাদেশ, রাস্তা থেকে ২০ ফুট খাদে পড়লো বাস, মৃত্যু তিনজনের
04 Mar 2023, 02:30 PM

ভয়াবহ বাস দুর্ঘটনা বাংলাদেশ, রাস্তা থেকে ২০ ফুট খাদে পড়লো বাস, মৃত্যু তিনজনের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাস্তা থেকে অন্তত ২০ ফুট খাদে পড়লো বাস। আর তাতে মৃত্যু হল তিনজন নির্মাণ শ্রমিকের। কক্সবাজারের চকরিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে লেগুনার বাসের। শনিবার সকালের এই দুর্ঘটনায় দু’জন মহিলা-সহ অন্তত তিনজন জখম হয়েছেন।  ঘটনাটি ঘটেছে হারাবাংয়ের ১২ নম্বর ব্রিজ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে।

পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং কলাতলী এলাকার মোহাম্মদ হামিদ (৩২),নজরুল মিয়া (২৮) এবং জাহাঙ্গীর আলম (২২)। তাঁদের মধ্যে মোহাম্মদ হামিদ ও নজরুল মিয়া ঘটনাস্থলে মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তিনজনই নির্মাণশ্রমিক। তাঁরা কাজের উদ্দেশ্যে লেগুনাটিতে চকরিয়া থেকে চট্টগ্রামের লোহাগাড়ায় যাচ্ছিলেন। বিজিবির বাসটি চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত ক্যাম্প থেকে কক্সবাজারে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিল। হারবাংয়ের ১২ নম্বর ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনায় বাসটির পেছনের অংশের ধাক্কা লাগে। এতে লেগুনাটি মহাসড়কের পশ্চিম পাশে ২০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল ও পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ।

ঘটনায় তিনজনের মৃত্যুর পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় মো. রাসেল (৩৫) ও মায়াবী আক্তার (১৩) নামের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নূর আয়েশা নামে এক মহিলাও চিকিৎসাধীন।

Mailing List