নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, রোগী মৃত্যুতে ক্ষিপ্ত জনতার নার্সিংহোম ভাঙচুর বারাসতে

নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, রোগী মৃত্যুতে ক্ষিপ্ত জনতার নার্সিংহোম ভাঙচুর বারাসতে
আনফোল্ড বাংলা প্রতিবেদন, বারাসাতঃ চিকিৎসার গাফিলতিতে আবারও রোগী মৃত্যুর অভিযোগ তুলে উত্তাল হল বারাসাতের একটি নার্সিংহোম। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে অবশেষে বারাসাত থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মৃত ব্যক্তি বারাসত মধুমুরালির বাসিন্দা বিশ্বনাথ দাস।
উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাতের ইকো নার্সিংহোমে চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুললো মৃতের পরিবার। রোগী মৃত্যু কে ঘিরে উত্তেজনা ছড়ায় শনিবার সকালে। মৃত রোগীকে সামনে রেখেই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় মৃতের পরিবারের লোকজন। অভিযোগ, বারাসত মধুমুরালি এলাকার বিশ্বনাথ দাস নামে এক ব্যক্তি গত সোমবার গলব্লাডার অপারেশন করতে হবে বলে ভর্তি হয় এই বেসরকারি নার্সিংহোমে। অপারেশন করে মঙ্গলবার রোগী কে ছুটি দিয়ে দেওয়া হয়। বাড়ি যাওয়ার পর পেট মুখ ফুলতে থাকে বিশ্বনাথ দাসের। ফের নার্সিংহোমে নিয়ে আসা হলে, তার কোনও চিকিৎসা বা কোনও রকমের পরামর্শ ছাড়াই অস্ত্রোপচারের দায় এড়াতে রেফার করা হয় বারাসত জেলা সদর হাসপাতালে। পরিস্থিতির অবনতি হওয়াতে বারাসত হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা আর জি কর হাসপাতাল। শুক্রবার তাকে বাড়ি নিয়ে আসা হলে ফের বিশ্বনাথ বাবু শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর অস্ত্রোপচার করা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তারই পরামর্শ মতন এদিন বারাসাতের ওই ইকো নাসিংহোমে নিয়ে আসে রোগীকে।
অভিযোগ, নার্সিংহোমে নিয়ে আসা হলে কোন চিকিৎসা না করেই তাকে আবার রেফার করা হয়। অভিযোগ অস্ত্রোপচারের পর নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা কোনও পরিষেবা না দেওয়াতেই রোগী মৃত্যু ঘটে। পরিবারের দাবি অস্ত্রোপচারের পর থেকেই রুগীর অবস্থার অবনতি ঘটলেও তার কি হয়েছে সে কথা জানাননি। পাশাপাশি তারা তাদের দায় এড়াতে বারবার রেফার করেছে। রুগীর পরিবারের অভিযোগ, ভুল অস্ত্রোপচার ও চিকিৎসকের গাফিলতির কারনেই রুগী মৃত্যু হয়েছে। তারা অভিযুক্তদের কঠোর শাস্তির আবেদন জানিয়েছেন। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে।


