হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মৃত্যু তিনজনের

হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মৃত্যু তিনজনের
07 Aug 2023, 08:56 PM

হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মৃত্যু তিনজনের

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

হাওড়ার রাজাপুর থানা এলাকার কুলগাছিয়া ফ্লাইওভারে ১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে গেল গাড়ি। আর এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ কলকাতাগামী একটি মারুতি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে একই দিকে যাওয়া একটি ডাম্পারের পিছনে ঢুকে যায়। ঘটনাস্থলেই মারুতি তে থাকা তিন জনের মৃত্যু হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে। মারুতিটিও কার্যত দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ১৬ নং জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এখনও মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।

Mailing List