বেআইনিভাবে বালি তোলাকে কেন্দ্র করে গোপীবল্লভপুরে উত্তেজনা, বিক্ষোভ গ্ৰামবাসীদের  

বেআইনিভাবে বালি তোলাকে কেন্দ্র করে গোপীবল্লভপুরে উত্তেজনা, বিক্ষোভ গ্ৰামবাসীদের   
24 Mar 2023, 10:40 PM

বেআইনিভাবে বালি তোলাকে কেন্দ্র করে গোপীবল্লভপুরে উত্তেজনা, বিক্ষোভ গ্ৰামবাসীদের

 

অদ্রিজা বেরা, ঝাড়গ্রাম

 

বেআাইনি ভাবে বালি তোলাকে কন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ালো গোপীবল্লভপুর দুই ব্লকের কুলিয়ানা এলাকায়। শুক্রবার সকালে বালি উত্তলনকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। কুলিয়ানা এলাকার গ্রামবাসীদের অভিযোগ গোপীবল্লভপুরে রয়েছে দুটি বালি খাদান। গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। তারই প্রতিবাদে শুক্রবার সকালে গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীর পাড়ে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় কুলিয়ানা গ্রামের বাসিন্দারা। গ্ৰামবাসীদের আরও অভিযোগ প্রশাসন কে বার বার জানিয়ে ও কোনো সুরাহা হয়নি। নদী থেকে অবৈধভাবে পকলেন দিয়ে বালি তোলা হচ্ছে। যা সর্ম্পূন্য বেআইনি। এর জেরে শুরু হয়েছে নদী ভাঙ্গন। আগামী বর্ষায় যা গ্রামবাসী দের কাছে একটা বড় মাথা ব্যাথার কারন। এছাড়ও অবৈধ বালি পরিবহনের ট্রাকে রাস্তার বেহাল অবস্থা। দূর্ঘটনা লেগেই আছে। রাস্তার বেহাল অবস্থা হওয়ায় সমস্যা  পড়েছেন এলাকার বাসিন্দারা। বার বার স্থানীয় প্রশাসন কে জানানো সত্বেও রাস্তা টি মেরামত করার কোন উদ্যোগ গ্রহণ করেনি। তাই বালি ভর্তি ট্রাক আটকে গ্রামবাসীরা কুলিয়ানা এলাকায় বিক্ষোভ দেখায়।

Mailing List