গতির লড়াইয়ে নেমে প্রাণ হারালো কিশোর রেসার শ্রেয়স হরিশ

গতির লড়াইয়ে নেমে প্রাণ কিশোর রেসার শ্রেয়স হরিশ
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: গতি দুনিয়ায় প্রাণ হারালেন কিশোর রেসার। মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত হচ্ছিল মোটরসাইকেল রেসিং প্রতিযোগিতা । সেখানেই রুকি বিভাগে অংশ নেয় ব্যাঙ্গালোরের বাসিন্দা শ্রেয়স হরিশ। কিন্তু প্রথম পর্বে কোনও সমস্যা না হলেও শ্রেয়সের বাইক বিপদের মুখোমুখি হয় কিছুক্ষণ পরেই। তারপরেই দুর্ঘটনার মুখোমুখি হন বছর তোরোর রেসার। মাথায় গুরুতর চোট পায় সে। স্থানীয় একটি হাসাপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসা চলার পরে মৃত্যু হয় শ্রেয়সের।
সপ্তম শ্রেণির ছাত্র শ্রেয়স গত মাসেই ১৩ বছর পূর্ণ করেছিল। জাতীয় স্তরের একাধিক প্রতিযোগিতায় জিতে এই বয়সেই বিশেষজ্ঞদের নজর কেড়েছিল শ্রেয়স। ২০২১ সালে প্রথম মোটরসাইকেল রেসিংয়ে নেমেছিল শ্রেয়স। গত মে মাসে স্পেনে মিনি গ্রাঁ প্রিতে অংশগ্রহণ করেছিল। ভারতীয় মিনি গ্রাঁ প্রি চ্যাম্পিয়ন হয়ে স্পেনের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। অগস্টেই মালয়েশিয়ায় একটি প্রতিযোগিতায় তার অংশগ্রহণের কথা ছিল।
বাইক রেসারের মৃত্যুর ঘটনায় ওই প্রতিযোগিতার উদ্যোক্তাদের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। কেন খেলতে নেমে মৃত্যু হবে খেলোয়াড়ের, প্রশ্ন উঠেছে এনিয়েও। এমনকি ওই একই জায়গায় গত জানুয়ারি মাসেও এক গাড়ি রেসারের মৃত্যু হয়, বিতর্ক শুরু হয়েছে তা নিয়েও। যদিও উদ্যোক্তাদের দাবি, 'অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু আমাদের তরফে ওর প্রয়োজনীয় চিকিত্সার ব্যবস্থা করা হয়েছিল।'ঘটনা ঘটার পরবর্তীতে সব রেসিং বাতিল করে দেওয়া হয়েছে। ২০১০ সালের ২৬ জুলাই জন্ম হয় শ্রেয়স হরিশের। জাতীয় পর্যায়ে অন্যতম উদীয়মান তারকা রেসার ছিলেন হরিশ। তাঁর মৃত্যুতে ভারতীয় রেসিং সার্কিটে নেমে এসেছে শোকের ছায়া। রুকি রেস শুরু হওয়ার পরেই ঘটে দুর্ঘটনা।


