বিশ্ব টেস্ট ফাইনালে স্পনসরহীন বিরাটরা, গাভাসকরের বাজি রাহানে

বিশ্ব টেস্ট ফাইনালে স্পনসরহীন বিরাটরা, গাভাসকরের বাজি রাহানে
31 May 2023, 07:30 PM

বিশ্ব টেস্ট ফাইনালে স্পনসরহীন বিরাটরা, গাভাসকরের বাজি রাহানে

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: স্পনসর ছাড়াই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে নামবে ভারত (Team India)। এই মুহূর্তে অ্যাডিডাস শুধুমাত্র কিট স্পনসর করছে। বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ জানিয়েছেন, অ্যাডিডাস ভারতের পুরুষ, মহিলা এবং অনূর্ধ্ব-১৯ দলের জার্সি, কিট এবং অন্যান্য সামগ্রীর নকশা এবং উত্পাদন করবে। বিরূপ বাজারের কারণে নভেম্বর পর্যন্ত চলা চুক্তি থেকে বেরিয়ে আসার পর মার্চেই জার্সি স্পনসরশিপের জন্য বাইজুর সঙ্গে বিসিসিআই-এর চুক্তি শেষ হয়ে যায়। এখনও নতুন স্পনসর পায়নি বোর্ড।

এদিকে জোর কদমে চলছে ওভালে ভারতীয় দলের প্রস্তুতি। যশস্বীকে স্ট্যান্ড-বাইয়ের তালিকায় ঢুকিয়ে দেন এবং জসওয়াল ক্যাপ্টেন রোহিতের সঙ্গে পাড়ি দেন ইংল্যান্ডে। ওদেশে পৌঁছে তড়িঘড়ি অনুশীলনেও নেমে পড়েন যশস্বী। উল্লেখযোগ্য বিষয় হল, নেটে জসওয়ালকে অত্যন্ত সাবলীল দেখায়। পেসার ও স্পিনারদের বিরুদ্ধে জমাট ডিফেন্স থেকে পায়ের যথাযথ ব্যবহারে বড় শট নেওয়া, সবেতেই দাপট দেখান যশস্বী। নেটে তাঁর ব্যাটিং সঙ্গত কারণেই খুশি করে রবিচন্দ্রন অশ্বিন, বিরাট কোহলিদের।

বিরাট প্রসঙ্গে হ্যাজেলউড বলছেন, ‘বিরাট কতটা কঠিন পরিশ্রম করে, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওর ফিটনেস দুরন্ত। তারপর ওর স্কিল, ব্যাটিং আর ফিল্ডিং নিয়ে কথা বলতে হবে। ট্রেনিংয়ে সবার আগে আসে ও। ফেরে সবার পর।’

এখানেই থেমে না থেকে অজি তারকা পেসার উল্লেখ করেছেন, ‘শুধু মাঠে নয় অনুশীলনেও বিরাট এতটাই আগ্রাসী থাকে, যা অন্যদেরও অসম্ভব তাতিয়ে দেয়। কোহলিকে দেখে বাকিরাও অনুশীলনে  নিজেদের নিংড়ে দেওয়ার চেষ্টা করে।’

অন্যদিকে, রাহানের প্রশংসা করে সিনিয়র গাভাসকর বলেন, "রাহানের কিন্তু ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে। এমনকি ইংল্যান্ডের স্যাতস্যাতে আবহাওয়াতে ও আগেও রান করেছি। ভারতীয় দলকে এই ম্যাচটা জিতে ট্রফি হাতে তুলতে হলে রাহানের রান করা খুবই গুরুত্বপূর্ণ। পাঁচ নম্বরে এখনও রাহানে অপ্রতিরোধ্য।

Mailing List