একদিনের ক্রিকেটে শীর্ষে ওঠার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে

একদিনের ক্রিকেটে শীর্ষে ওঠার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে
22 Jan 2023, 04:58 PM

একদিনের ক্রিকেটে শীর্ষে ওঠার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ইন্দোরে পৌঁছালো ভারতীয় দল। সিরিজ জয়ের কাজটা রায়পুরে সেরে এসেছে টিম ইন্ডিয়া। হোলকার স্টেডিয়ামে লক্ষ্য হোয়াইট ওয়াশ। রবিবার বিশ্রামেই কাটালেন ভারতীয় ক্রিকেটাররা। সোমবার অনুশীলন করবে টিম ইন্ডিয়া। তৃতীয় একদিনের ম্যাচে বিশ্রামে দেওয়া হতে পারে কয়েকজন ক্রিকেটারকে। দলে ফেরানো হতে পারে চাহাল, উমরান মালিককে। পাশাপাশি শাহাবাজ বা রজত পাতিদারকেও সুযোগ দেওয়ার চিন্তাভাবনা আছে। শুভমন গিল টেস্ট সিরিজ়ে রয়েছেন। তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে রজত পাটীদারের। রোহিতের সঙ্গে ওপেন করবেন ঈশান কিশন। পাটীদার খেলবেন মাঝের সারিতে। মহম্মদ শামি আগের দিনই জানিয়েছিলেন, তিনি ম্যাচ খেলতে বেশি আগ্রহী। ফলে তাঁকে বসানোর ভাবনাচিন্তা করছে না দল পরিচালন সমিতি।সামনে লম্বা ক্রিকেটসুচি, তাই খুব বেশি ঝুঁকি নিতে চাইছেন না রাহুল রোহিত জুটি। ঙ্গলবার অর্থাৎ ২৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে ইন্দোরে পৌঁছেছে রোহিত শর্মা অ্যান্ড কো। রায়পুরে আট উইকেটে সিরিজ জিতে নিয়েছে ভারত। এখন ভারত হোয়াইটওয়াশের লক্ষ্যে থাকবে এবং ওয়ানডেতে এক নম্বর মুকুট জয় করার চেষ্টা করবে।

রায়পুরে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে নিউ জ়িল্যান্ড। ফলে পয়েন্ট কমেছে তাদের। বিশ্বের এক নম্বর দলকে হারানোয় পয়েন্ট বেড়েছে ভারতের। এক দিনের ক্রিকেটে শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১১৩। দু'নম্বরে নেমেছে নিউ জ়িল্যান্ড। তাদেরও পয়েন্ট ১১৩। উল্লেখযোগ্য ভাবে তিন নম্বরে উঠে আসা ভারতেরও পয়েন্ট ১১৩।

Mailing List