কলকাতায় এলো টিম ইন্ডিয়া, ম্যাচ ঘিরে উত্তেজনা চরমে

কলকাতায় এলো টিম ইন্ডিয়া, ম্যাচ ঘিরে উত্তেজনা চরমে
11 Jan 2023, 06:45 PM

কলকাতায় এলো টিম ইন্ডিয়া, ম্যাচ ঘিরে উত্তেজনা চরমে

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার কলকাতায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা ।বুধবার দুপুর বেলায় ভারতীয় দল চলে এলো কলকাতাতে। এদিন অবশ্য কোনরকম অনুষ্ঠান করেনি টিম ইন্ডিয়া। ম্যাচের আগে হাল্কা ওয়ার্ম আপ করেই খেলতে নামবে মেন ইন ব্লু। দীর্ঘ ছ'বছর পর একদিনের ম্যাচের আসর বসছে ইডেনে। তাই উত্তেজনায় ফুটছে শহর। ইডেনে বেল বাজিয়ে ম্যাচের সূচনা করবেন কুমার সাঙ্গাকারা। থাকছে লেজার শো। বর্তমান শ্রীলঙ্কা দলে কোনও তারকা নেই। লঙ্কার পারফরম্যান্সও তেমন নজরকাড়া নয়।

কিন্তু এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। সোমবার থেকেই ইডেন চত্বরে ভিড়। নতুন বছরের শুরুতেই ক্রিকেটের নন্দনকানন ইডেন উদ্যান সেজে উঠেছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে। ভরা ইডেনে বৃহস্পতিবার সেই ম্যাচের মাঝেই পেলেকে স্মরণ করবেন কলকাতার ক্রীড়াপ্রেমীরা। নেপথ্যে সিএবি-র উদ্যোগ। সাতাত্তরের সেই পেলে ম্যাচের ছোট্ট একটি কোলাজ বানাচ্ছেন সিএবি কর্তারা। তাঁদের ইডেনে ভারত- শ্রীলঙ্কা ম্যাচে আমন্ত্রণ জানিয়ে ফুটবল সম্রাট পেলেকে স্মরণ করতে চাইছে সিএবি।

দিন কয়েক আগে প্রয়াত হয়েছেন ফুটবল সম্রাট পেলে। যিনি সাতাত্তরের ইডেনে খেলে গিয়েছিলেন মোহনবাগানের বিরুদ্ধে কসমসের জার্সি গায়ে। শোনা গেল, ম্যাচের মাঝে কোনও একটা সময় পেলেকে নিয়ে এক মিনিটের তথ্যচিত্রের বন্দোবস্ত করছে সিএবি। যা অবশ্যই ম্যাচ ঘিরে শহরের দর্শকদের মধ্যে আবেগের নতুন দিগন্ত খুলে দেবে।সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলছেন, 'পেলে এই ইডেনেই খেলে গিয়েছিলেন। বৃহস্পতিবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচে দুই ইনিংসের বিরতিতে ইডেনের জায়ান্ট স্ক্রিনে পেলের সেই ম্যাচের ফুটেজ নিয়ে তৈরি একটি ডকুমেন্টারি দেখানো হবে। এভাবেই পেলেকে সম্মান জানাতে চাই আমরা।'

Mailing List