শিক্ষকদের মানসিক স্বাস্থ্যের সমীক্ষা হবে এবার!  

শিক্ষকদের মানসিক স্বাস্থ্যের সমীক্ষা হবে এবার!   
13 Oct 2023, 06:32 PM

শিক্ষকদের মানসিক স্বাস্থ্যের সমীক্ষা হবে এবার!

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: শিক্ষকদের মানসিক স্বাস্থ্যের অবস্থা জানতে দেশের সব রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে সমীক্ষা চালানো হবে। কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের 'মনোদর্পণ’ প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গে এই সমীক্ষার কাজ চালাবে মধ্যশিক্ষা পর্ষদ। সমীক্ষার নাম দেওয়া হয়েছে, Mental well-being of Teachers Survey.

পর্ষদের পক্ষ থেকে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছে পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, আগামী রবিবার অর্থাৎ ১৫ই অক্টোবরের মধ্যে শিক্ষকদের সম্পর্কে যাবতীয় তথ্য স্কুলগুলিকে আপলোড করে দিতে হবে। এই তথ্য জমা পড়ার পরই সমীক্ষার কাজ শুরু করা হবে।

শুধু প্রধান শিক্ষকরা নন, বিদ্যালয় শিক্ষা দফতরের কমিশনারকেও এ ব্যাপারে কাজ শুরু করতে বলা হয়েছে। দেশের অন্য রাজ্যগুলিতেও এই সমীক্ষা শুরু হয়ে গিয়েছে বলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রে খবর।

Mailing List