টি ট্রি অয়েলে ত্বক হবে টানটান

টি ট্রি অয়েলে ত্বক হবে টানটান
06 Jun 2023, 05:30 PM

টি ট্রি অয়েলে ত্বক হবে টানটান

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ যাঁদের তৈলাক্ত ত্বক, গরমে তাঁদের সমস্যা আরও বেশি। মুখে অতিরিক্ত তেল নিঃসরণ হতে থাকে। অ্যাকনের সমস্যা বাড়তে থাকে। ত্বকে সংক্রমণ হতে পারে। এসেনশিয়াল অয়েল ব্য়বহার করতে পারেন। যেমন আসন্ন গরমে টি ট্রি অয়েল আপনি ব্য়বহার করতে পারেন । টি ট্রি অয়েল আপনার ত্বকের জেল্লা ফেরাবে। কোনও ব়্যাশ হলে তাও ঠিক করে। এছাড়া টি ট্রি অয়েলের উপকারিতা কিন্তু অনেক। আসুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে টি ট্রি অয়েল ব্যবহার-

টি ট্রি অয়েল একধরনের এসেনশিয়াল অয়েল। টি ট্রি অয়েল যেমন অ্যান্টি-ব্যাক্টেরিয়াল। অ্যান্টি-ফাঙ্গাল এবং ন্যাচারাল অ্যান্টি-সেপটিক হিসেবেও কাজ করে। চুল ভাল রাখে। ত্বককেও স্বাস্থ্যকর রাখে টি ট্রি অয়েল।

অ্যাকনের সমস্যা সমাধান
গরমে তৈলাক্ত ত্বকের সমস্যা আরও বাড়ে। তৈলাক্ত ত্বকে অ্যাকনের(acne) সমস্যাও বাড়ে। আপনি টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন অবশ্যই। টি ট্রি অয়েল(tea tree oil) অ্যান্টি ব্যাকটেরিয়াল। তাই ত্বকের এই ধরনের সমস্যা দূর করে টি ট্রি অয়েল। তুলোর প্যাডে গোলাপ জলের সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে তা ত্বকে লাগান।

ত্বক জেল্লাদার রাখে
আপনি যদি প্রাকৃতিক ফ্রেশ লুক পেতে চান, তবে কিছু না ভেবেই অবশ্যই ব্যবহার করুন টি ট্রি অয়েল। আপনার মুখের ত্বকে আপনি যদি টি-ট্রি অয়েল লাগান, তবে আপনার মুখ থাকবে জেল্লাদার।

গরমের ময়শ্চারাইজার
টি ট্রি অয়েল সব সময় একটি ভাল ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। আপনার ময়শ্চারাইজারের সঙ্গে দু এক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মুখে লাগান। আপনার ত্বক ভাল থাকবে।

Mailing List