পাহাড়ি এলাকার চা এবার পাওয়া যাবে সমতলের কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতিতে

পাহাড়ি এলাকার চা এবার পাওয়া যাবে সমতলের কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতিতে
17 Aug 2023, 07:00 PM

পাহাড়ি এলাকার চা এবার পাওয়া যাবে সমতলের কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতিতে

 

তন্ময় চক্রবর্তী, কালিয়াগঞ্জ

 

পাহাড়ি এলাকার চা এবার পাওয়া যাবে সমতলের কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতিতে। ঢালু বা উঁচু জমি নয় বরং সমতলে সরকারি জমিতে হচ্ছে চা চাষ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রথম পরীক্ষামূলকভাবে গত দেড় বছর ধরে শুরু হয়েছে পঞ্চায়েত সমিতির চারপাশে চা চাষ। গত দেড় বছর আগে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দাপা সরকার ও তৎকালীন বিডিওর প্রচেষ্টায় কৃষক রত্নপ্রাপ্ত কৃষক তারাপ্রসাদের হাত ধরে পঞ্চায়েত সমিতির চারধারে লাগানো হয়েছিল চা গাছ। যে গাছগুলো এখন যথেষ্ট সতেজ হয়ে রয়েছে। তাই এবার সকলের আশা, আগামী দিনে পাহাড়ি এলাকার চা এবার পাওয়া যাবে সমতলের কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতিতে।

কৃষক তারাপ্রসাদ জানান, এই চা পাতার গাছগুলোর এক একটি দাম ১০ টাকা এইরকম ৫০০ টিরও বেশি গাছ পঞ্চায়েত সমিতিতে লাগানো হয়েছে। কৃষক তারাপ্রসাদ জানান, উত্তর দিনাজপুরের ইসলামপুর সাব ডিভিশনে চা পাতা চাষ হয়। তবে এই প্রথম রায়গঞ্জ সাবডিভিশনের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই চা পাতা চাষ শুরু করা হয়েছে। উঁচু-নিচু পাহাড়ি অঞ্চল যদিও চা চাষে উপযুক্ত। তাই কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিপরীক্ষামূলক ভাবে বালি দিয়ে উচুঁ নিচু জায়গা তৈরি করে সেখানে চা পাতার গাছ লাগিয়েছে। আগামী দিনে এই চা পাতা সংগ্রহ করে সেগুলো প্রক্রিয়াকরণ করলে মিলবে দার্জিলিং কিংবা জলপাইগুড়ির সুস্বাদু চায়ের টেস্ট। এতদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি কিংবা ডুয়ার্সের উঁচু-নিচু পাহাড়ি অঞ্চলেই চা পাতা চাষ করা হতো। কারণ উঁচু-নিচু জমি চা চাষে উপযুক্ত। কিন্তু উত্তর দিনাজপুর রায়গঞ্জ সাবডিভিশনে সমতল ভূমিতেও এবার মিলবে চায়ের স্বাদ। তবে কোনও ব্যক্তিগত উদ্যোগ নয় বরং সরকারি প্রচেষ্টায় পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এই চায়ের চাষ। এদিকে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন, পরীক্ষামূলকভাবে পঞ্চায়েত সমিতির চারিধারে চা গাছ লাগানো হয়েছে। যদি এখান থেকে সফল হওয়া যায়, তাহলে আগামী দিনে এত অঞ্চলেও চা চাষ করার জন্য কৃষকদের পরামর্শ দেবেন তারা।

Mailing List