TCS ওয়ার্ক ফ্রম হোম নয়, অফিসে আসুন, কর্মীদের কড়া বার্তা টিসিএসের

TCS ওয়ার্ক ফ্রম হোম নয়, অফিসে আসুন, কর্মীদের কড়া বার্তা টিসিএসের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: কর্মীদের ওয়ার্ক ফ্রম (WORK FROM HOME) নিয়ে এবারকড়া মনোভাব নিল প্রখ্যাত টেক জায়েন্ট টিসিএস (TCS) বা টাটা কনসালটেন্সি সার্ভিসেস। এ নিয়ে সম্প্রতি কর্মীদের একটি মেমো ধরিয়েছে এই ভারতীয় আইটি সংস্থা। করোনাকালে ওয়ার্ক ফ্রম হোম চালু হয়। কিন্তু তারপর তাতেই অভ্যস্ত হয়ে যান কর্মীরা। কর্মীদের এই প্রবণতা লক্ষ্য করে কিছুদিন আগে টিসিএস কর্মীদের মাসে অন্তত ১২ দিন অফিসে উপস্থিত থাকার নির্দেশ জারি করে। কিন্তু তারপরও অনেক কর্মীই এখনও 'ওয়ার্ক ফ্রম হোমে'র বদ অভ্যাস কাটাতে পারেননি।
সংস্থার অভিযোগ, ওই নির্দেশের পরও অনেক কর্মীই অফিসে আসতে চাইছেন না তাঁরা। আর এই সব বেয়াড়া কর্মীদের এবার মেমো ধরাল টিসিএস। মেমোতে বলা হয়েছে, কর্মীরা এরপরও রোস্টার লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, টিসিএসের মেমোতে বলা হয়েছে, আপনাদের সতর্ক করা হচ্ছে এবং অবিলম্বে নির্ধারিত রোস্টার অনুযায়ী অফিসে এসে কাজের জন্য রিপোর্ট করতে শুরু করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।
গত বছরের অক্টোবরে টিসিএস কর্মীদের সপ্তাহে তিন দিন অফিসে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সংস্থার সেই নির্দেশকে থাড়াই কেয়ার করে কর্মীরা বাড়ি থেকেই কাজ করছিলেন। তাঁদের বারবার অফিসে ফিরতে অনুরোধ করা হয়েছে। টাটা গ্রুপের এই আইটি সংস্থা জানিয়েছে, আমাদের ক্যাম্পাসগুলিতে ফের কর্মীদের ভিড় দেখে আমরা উচ্ছ্বসিত। আমরা চাই আমাদের সমস্ত কর্মীই যেন সেই প্রাণবন্ত পরিবেশের অংশ হন। ২০২৩ সালে লিঙ্কডউইনের রিপোর্ট বলছে, টিসিএসই চলতি বছর ভারতের সেরা কর্মক্ষেত্র হিসাবে নির্বাচিত হয়েছে।


