কবীর সুমনকে তীব্র আক্রমণ তসলিমা নাসরিনের, বললেন, এই সুমনকে আমি 'হিপোক্রেট সুমন' বলি, কেন?

কবীর সুমনকে তীব্র আক্রমণ তসলিমা নাসরিনের, বললেন, এই সুমনকে আমি 'হিপোক্রেট সুমন' বলি, কেন?
আনফোল্ড বাংলা প্রতিবেদন: কবীর সুমনকে তীব্র আক্রমণ শানালেন প্রখ্যাত সাহিতত্যিক তসলিমা নাসরিন। তাঁর জীবনের একাধিক ক্ষেত্র টেনে এনে ধরে ধরে আক্রমণ শানান তিনি। কখনও বলেন, কবীর সুমনকে তিনি মুসলমান বলেই বলে করেন না। আবার কমিউনিস্ট বলেও মনে করেন না। তা নিয়ে লিখলেন একটি লেখাও। কী লিখলেন তিনি? দেখুন।
তসলিমা লিখলেন, ‘‘এই সুমনকে আমি 'মুসলমান সুমন' বলি না, এই সুমনকে আমি 'হিপোক্রেট সুমন' বলি। আমি বিশ্বাস করি না এই সুমন আল্লাহ রসুল নামাজ রোজায় বিশ্বাস করেন। এই সুমন স্বার্থের জন্য যা ইচ্ছে তাই করতে পারেন। যদি দেখেন আঘোরি বা নাঙ্গা সন্ন্যাসী সাজলে কিছু ফায়দা হবে, বা লোককে বোকা বানিয়ে মজা লোটা যাবে, তিনি তাই করবেন।
আমি বুঝি না, সাংবাদিকরা যখন তাঁর ইন্টারভিউ নেয়, কেন সাবিনা ইয়াসমিনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা কেউই জিজ্ঞেস করে না। বিছানায় তিনি ৭৫ বছর বয়সেও সক্ষম, এই কথা কেন শোনাচ্ছেন, পুরুষদের বোকা বানানোর জন্য নাকি নারীদের?
মানুষটার আদর্শ বলে কোনওকালে কিছু কি ছিল? আমার সন্দেহ হয়। একসময় নাকি বামপন্থী ছিলেন। বামপন্থী যদি সত্যি হতেন, এত সহজে তৃণমূলী হতেন না।
তাঁর নাকি গাড়ি নেই। অনেকে এমন কথা বলে প্রমাণ করতে চান তাঁরা খুব সৎ মানুষ। অনেক অসৎ লোকের কিন্তু গাড়ি থাকে না, আবার অনেক সৎ লোকেরও গাড়ি থাকে। গাড়ি না থাকা সততার কোনও প্রমাণ হয়।
আমার আজ সন্দেহ হয়, যে অসাধারণ গানগুলো তিনি লিখেছিলেন, গেয়েছিলেন, সেই গানের কথাগুলো তিনি তখনও বিশ্বাস করতেন না, এখনও বিশ্বাস করেন না। গানের ক্ষেত্রে যেমন তাঁর প্রতিভার তুলনা হয় না, ভণ্ডামোর ক্ষেত্রেও তাঁর প্রতিভার তুলনা হয় না।
পুনশ্চঃ মনে আছে ২০০৭ সালে তিনি আমার বিরুদ্ধে তান্ডব করা কলকাতার ফতোয়াবাজ জিহাদিদের পক্ষ নিয়েছিলেন?’’
তসলিমা নাসরিনের ফেসবুক পেজ থেকে লেখাটি হুবহু তুলে দেওয়া।


