পুলিশ অফিসারের চরিত্রে দেখা দিতে চলেছেন তাপসী

পুলিশ অফিসারের চরিত্রে দেখা দিতে চলেছেন তাপসী
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ফের খবরে এলেন তাপসি পান্নু। এবার চিরাচরিত চরিত্র ছেড়ে এক্কেবারে নতুন অবতারে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, পুলিশের চরিত্রে অভিনয় করবেন তাপসী। প্রথমবার এক পুলিশের চরিত্রে দেখা দেবেন রূপোলি পরদায়। ছবির নাম ‘উও লরকি হ্যায় কাঁহা’। ছবিটি একটি ইনভেস্টিগেটিভ কমেডি মুভি। ছবিতে তাপসীর সঙ্গে কাজ করবেন প্রতীক গান্ধী। সিদ্ধার্থ রায় কাপুর প্রযোজিত এই ছবি দিয়ে পরিচালক হিসেবে ডেবিউ করবেন আরশাদ সৈয়দ।
প্রসঙ্গত, কদিন আগেই খবরে এসেছিল অনুরাগ কাশ্যপ ও তাপসী পান্নুর জুটি বাঁধার কথা। দোবারা ছবিতে এক সঙ্গে কাজ করবেন দুজন। ছবির টিজার তাপসী নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। জানা গিয়েছে, থ্রিলার ঘরানার ছবি ‘দোবারা’। ‘দোবারা’ ছবি প্রসঙ্গে তাপসী জানিয়েছিলেন, ‘এটা একদম অন্য ধারার ছবি হতে চলেছে। এতদিন পর্যন্ত থ্রিলার ছবি করে খুব ভালো সাড়া পেয়েছি। এই ছবিটি আরও আলাদা হতে চলেছে কারণ অনুরাগ ও একতা এক সঙ্গে কাজ করছেন।’

