পুলিশের সার্ভিস রিভলবার হাতে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট, জানাজানি হতেই আলোড়ন পুলিশমহলে

পুলিশের সার্ভিস রিভলবার হাতে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট, জানাজানি হতেই আলোড়ন পুলিশমহলে
23 Dec 2022, 09:00 PM

পুলিশের সার্ভিস রিভলবার হাতে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট, জানাজানি হতেই আলোড়ন পুলিশমহলে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: হাতে রিভলবার নিয়ে বেশ স্টাইলেই পোজ দিচ্ছে এক যুবক।  আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  আর তারপরই শুরু হয়ে গিয়েছে তোলপাড়। 

কেন? তার কারণ, ওই যুবক অন্য কোনো জায়গায় নয়, একেবারে খোদ থানার মধ্যেই পুলিশের সার্ভিস রিভলবার হাতে নিয়ে ওই ছবি তুলছেন। আর এই ছবি ছড়িয়ে পড়তেই পুলিশ, প্রশাসনিক মহলে রীতিমতো খোঁজ নেওয়া শুরু হয়ে গিয়েছে। যে যুবককে পুলিশের সার্ভিস রিভলবার হাতে নিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে তার নাম নির্ণয় ভট্টাচার্য ওরফে বিল্টু। সোদপুর নন্দনকানন এলাকার বাসিন্দা সে।  খড়দা থানার ব্যারাকের মধ্যে পুলিশের সার্ভিস রিভলবার হাতে নিয়ে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আর তারপরেই পুলিশ মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, কিভাবে একজন যুবক থানার মধ্যে ঢুকে পুলিশেরই সার্ভিস রিভলবার হাতে নিয়ে ছবি তুলে আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন? তিনি নিজে কোনো পুলিশ কর্মী নন। আর এর পরেই জেলা পুলিশের উপরতলার অফিসারদের কাছ থেকে ফোন আসা শুরু হয়ে যায়। 

সূত্রের খবর অনুযায়ী, এই বিল্টু বিভিন্ন থানার পুলিশের চর হিসেবে কাজ করেন বলে জানা গিয়েছে। পুলিশ এবং থানার নাম করে স্থানীয় দোকান, বাজার, ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি দিয়ে টাকা আদায় করে এই বিল্টু। শুধু পুলিশের রিভলবার হাতে নিয়ে চমকে দেওয়ার জন্য এই কাজ করেছে তাই নয়, এর আগে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েও বিভিন্ন জায়গা থেকে টাকা তুলেছে, এরকমটাই অভিযোগ উঠছে। এবার প্রশ্ন হচ্ছে, পুলিশের সার্ভিস রিভলবার তার হাতে চলে আসায় পুলিশেও ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু হচ্ছে।  বিল্টুর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। খড়দা এবং আশেপাশের অন্যান্য থানাতেও খবর দেওয়া হয়েছে। এর আগে চর হিসেবে বিল্টুর পুরনো কাজকর্মের খোঁজ নেওয়া হচ্ছে। কোন পুলিশ কর্মীর সার্ভিস রিভলবার তার হাতে এসেছিল, সেটাও তদন্তকারীরা জানতে চাইছেন। খড়দা থানার পুলিশ ইতিমধ্যেই সমস্ত বিষয়ে জানার জন্য নির্ণয় ওরফে বিল্টুকে জেরা করছে।

Mailing List