ল্যাপটপের যত্ন নিন সময়ে

ল্যাপটপের যত্ন নিন সময়ে
04 Aug 2023, 06:30 PM

ল্যাপটপের যত্ন নিন সময়ে

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ল্যাপটপের সঠিক যত্ন নিলে ল্যাপটপ যেমন অনেকদিন ভাল থাকে তেমনই অনেক ঝামেলা এড়ানো সম্ভব হয়।
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গুরুত্বপূর্ণ ফাইল, ডকুমেন্ট, ছবি, পছন্দের সিনেমা সবকিছু গুছিয়ে রাখতে অনেকেরই প্রথম পছন্দ ল্যাপটপ। তাই এই গ্যাজেটটি হঠাৎ বিগড়ে গেলে ঝামেলার অন্ত থাকে না।

কী করবেন?
ল্যাপটপের অন্যতম প্রধান শত্রু ধুলোময়লা। ল্যাপটপে অতিরিক্ত ধুলো জমলে ল্যাপটপ সহজেই গরম হয়ে য়ায়। এছাড়া ল্যাপটপে ক্রমশ ময়লা জমতে থাকলে আরও নানা সমস্যা দেখা দিতে পারে। তাই ল্যাপটপ যতটা সম্ভব পরিচ্ছন্ন রাখুন।
তবে ল্যাপটপ পরিষ্কার করার সময় সতর্ক থাকা দরকার। ঘষাঘষি করে পরিষ্কার করতে গেলে কিন্তু হিতে বিপরীত হবে।
ল্যাপটপ (Laptop) পরিষ্কার করার জন্য প্রথমেই পাওয়ার অফ করে নিন। ল্যাপটপের আলগা ধুলো পরিষ্কার নরম সুতির কাপড় দিয়ে মুছে নিন।
কিবোর্ড পরিষ্কার করার জন্য উপযোগী ব্রাশ ব্যবহার করতে পারেন। এছাড়া কমপ্রেসড এয়ার ক্যানও ব্যবহার করা যায়। কি বোর্ডে ময়লা খুব বেশি থাকলে হোয়াইট ভিনিগারে মাইক্রোফাইবারের কাপড় ডুবিয়ে আলতো করে মুছে নিন। নতুন ল্যপটপ কেনার সময় কিবোর্ড প্রোটেক্টর লাগিয়ে নিন।
ল্যাপটপ টাচ স্ত্রিন হলে অবশ্যই স্ক্রিন প্রোটেক্টর (Screen protector) ব্যবহার করুন। কখনও ল্যপটপ জল বা গ্লাস ক্লিনার দিয়ে মুছবেন না।
ল্যাপটপ খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তাই ল্যাপটপের এয়ারভেন্ট যাতে পরিষ্কার থাকে সেদিতে খেয়াল রাখুন। মাঝেমধ্যে নরম ব্রাশ দিয়ে ভেন্ট পরিষ্কার করুন।
খুব গরম জায়গা, হিটার কিংবা রান্নঘরের কাছাকাছি ল্যাপটপ না রাখাই ভাল।
বন্ধ গাড়ির তাপমাত্রাও বেশি থাকে। তাই গাড়িতে দীর্ঘক্ষণ ল্যাপটপে ফেলে রাখবেন না। বিছানায় বা বালিশের উপর ল্যাপটপ রেখে ব্যবহার না করাই ভাল। অনেক ল্যপটপেরই নীচের দিকে এয়ার ভেন্ট থাকে। বিছানায় ল্যাপটপ ব্যবহার করলে তাপ বেরতে পারে না এবং ল্যাপটপের ক্ষতি হয়।
চেষ্টা করুন ল্যাপটপ টেবল বা সমান কোনও জায়গায় রেখে ব্যবহার করতে।

Mailing List