ঔজ্জ্বল্য বজায় রাখতে যত্ন নিন বেনারসির

ঔজ্জ্বল্য বজায় রাখতে যত্ন নিন বেনারসির
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ বিয়েতে বেনারসি আনে আভিজাত্য। আর এই শাড়ি রঙ-রূপে যেমন সুন্দর, তেমনই জটিল এর তৈরির প্রক্রিয়াও। জমকালো শাড়ি প্রস্তুতের মূল উপাদান হল জরি এবং কাঁচা রেশমি সুতো। সাধারণত হালকা নকশাওয়ালা বেনারসি বুনতে একজন কারিগরের সময় লাগে মোটামুটি ১ সপ্তাহ। আর যদি কারুকাজ খুব সূক্ষ্ম এবং বেশি হয় তাহলে তা প্রস্তুতে সময় লেগে যায় একাধিক মাস। তাই বেনারসির (Benarasi)সৌন্দর্যকে বজায় রাখতে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।
বেনারসি শাড়ির যত্ন
পছন্দের জমকালো বেনারসি শুধু কিনলেই হবে না, নিতে হবে তার উপযুক্ত যত্ন। বেনারসি শাড়ি পরার পর ঘরে না কেচে সবসময় ড্রাই ওয়াশ করতে হবে।
বছরে অন্তত একবার পালিশ করাবেন। এতে বেনারসি আরও উজ্জ্বল হবে।
আলমারিতে রাখার সময় খেয়াল রাখবেন যাতে ভাঁজ নষ্ট না হয়ে যায়।
পোকামাকড় এড়াতে ন্যাপথলিন (Naptholin)বা অন্যান্য কীটনাশক ব্যবহার করা আবশ্যক।
দীর্ঘদিন বদ্ধ জায়গায় না রেখে, মাঝেমধ্যে আলো-বাতাস লাগাবেন।
বেনারসি পরার পর বাড়ি এসেই শাড়ি ভাঁজ করবেন না, কিছুক্ষণ হাওয়ায় খুলে রাখুন সেটি। তারপর ভাঁজ করে ড্রাইওয়াশ করিয়ে নিন।


