লবণ দিয়ে বাড়ির নেতিবাচকতা দূর করুন, জেনে নিন কিভাবে

লবণ দিয়ে বাড়ির নেতিবাচকতা দূর করুন, জেনে নিন কিভাবে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বাড়ির নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে অনেকগুলি প্রতিকার দেওয়া হয়েছে, তার মধ্যে একটি হল লবণ জল দিয়ে ঘর মোছা। বাস্তুশাস্ত্র অনুসারে ঘর পরিষ্কার করার সময় জলে সামান্য লবণ মিশিয়ে মুছে দিলে ঘরের নেতিবাচক শক্তি চলে যায়।
তো চলুন জেনে নেওয়া যাক লবণ দিয়ে ঘর মোছার সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত্?
বাস্তুশাস্ত্রে লবণ সম্পর্কিত অনেক প্রতিকারের কথা বলা হয়েছে, তবে সবচেয়ে সহজ সমাধান হল লবণ জল দিয়ে ঘর মুছে ফেলা।
প্রতিদিন নোনা জল মোছতে না পারেন তবে অবশ্যই সপ্তাহে একবার বা দুবার করবেন। এতে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে।
একটা কথা মাথায় রাখতে হবে যে বৃহস্পতিবার নোনা জল দিয়ে ঘর মোছা একেবারেই উচিত নয়। এ ছাড়া মঙ্গল ও রবিবারও জলে লবণ মিশিয়ে মোছা উচিত্ নয়।
এই কাজটি করার সময় যদি বাইরের কেউ দেখে নেয় তবে এই প্রতিকারের কোনও প্রভাব হবেনা।
মনে রাখবেন লবণ দিয়ে মোছার পর ভুলেও অবশিষ্ট জল ঘরে ফেলে দেবেন না। মোছার জল সবসময় বাড়ির বাইরের ড্রেনে ফেলতে হবে।
এছাড়াও বাথরুমে একটি শিশিতে লবণ রাখলে বাড়ির ভিতরের বাস্তু দোষ দূর হয়ে যাবে।



