দেশ বিদেশে পুরষ্কার পাওযা কিছু ছবি দেখে নিন. ছবিগুলি তুলেছেন সুপর্ণা ঘোষ
দেশ বিদেশে পুরষ্কার পাওয়া কিছু ছবি দেখে নিন। ছবিগুলি তুলেছেন সুপর্ণা ঘোষ
দিঘা মোহনায় সূর্যাস্তের ছবির জন্য অক্সাফোর্ড, ইউনাইটেড কিংডম থেকে প্রথম হয়েছেন ৬ হাজার পয়েন্ট পেয়ে। বাকি ছবিও বহু প্রশংসিত। আপনাদের কেমন লাগলো, মতামত জানাবেন।
মহিলারা কর্মক্ষেত্রেও সমানভাবে উপস্থিত। অনেকদিন আগে থেকেই এটা প্রমাণিত। শুধু চাকরি করা নয়, তার বাইরেও কত অজানাকে জানা, চোখের দেখা অপূর্ব সৌন্দর্যকে শুধু মনে রাখা নয়, ক্যামেরাবন্দি করাও কম কঠিন কাজ নয়। কেন তা করেন? শুধু নিজে দেখে আনন্দের জোয়ারে ভাসা নয়, যাতে আর পাঁচজন মানুষ, সেই স্বর্গীয় অনুভূতি দেখার সূযোগ পান, সেই চেষ্টাও করেন সুপর্ণা। আর এই কারণেই তাঁর ছবি বিভিন্ন জায়গায় সমাদৃত। পেয়েছেন অনেক পুরষ্কারও। শুধু দেশে নয়, বিদেশেও। তেমনই কয়েকটি ছবি দেওয়া হল এখানে।
যাঁর লেন্সে ধরা পড়েছে এই অপূর্ব দৃশ্য। ইনি সেই সুপর্ণা ঘোষ।